এবারে ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনসন। হ্যাঁ, সেই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার’, ‘টোয়াইলাইট’, ‘রিমেমবার মি’ খ্যাত রবার্ট প্যাটিনসন। ‘ক্যাট উওম্যান’– এর চরিত্রেজো ক্র্যাভিজ, ‘কমিশনার গর্ডন’–এর চরিত্রে জেফরি রাইট, ‘রিডলার’– এর চরিত্রে পল দানো। ছবিটি প্রযোজনা করেছে ‘ডিসি ফিল্মস’ এবং ডিস্ট্রিবিউটার বিখ্যাত ‘দ্য ওয়ার্নর ব্রস’।
advertisement
এবারে দেখার, আশা পূরণ করার কতটা ক্ষমতা রাখে নতুন ছবিটি। দুষ্টের দমন আর শিষ্টের পালন, এই নীতিতে বিশ্বাসী ব্য়াটমানের নারীসঙ্গ, আওয়েন এন্টারপ্রাইজের সাম্রাজ্য়, রিডলারের ছড়া কাটা দুষ্টুমি, সবটা মিলেই সুপারহিরো গথামের থেকেও বিশ্বের এক আদর্শ সমান। দেখার, এবারে তা কতটা শক্তিশালী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2020 6:42 PM IST
