তারান্তিনোর একাধিক কালজয়ী ছবি, ‘কিলবিল’ থেকে একেবারে শেষ ছবি পর্যন্ত কাজ করে গিয়েছেন মোরিকোনি। বিশ্ব সিনেমায় তাঁর অবদানের জন্য ২০০৭ সালে পেয়েছেন অনারারি অস্কার। পাশাপাশি, তিনি নিজের সুর দেওয়ার এক ঘরানা তৈরি করেছিলেন। ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ বা ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্ট’–এর মতো ছবি দেখলেই যা স্পষ্ট হয়। পশ্চিমের সুরে তাঁর হাত দিয়ে এসেছিল এক অন্য আধুনিকতার ছোঁয়া।
advertisement
কাজ করেছেন ৫০০–এর বেশি ছবিতে। পেয়েছেন বাফটা, গোল্ডেন গ্লোব, অস্কার, সবই। তবু নিভৃতে থাকতে চেয়েছেন তিনি। ‘দ্যা মিশন’ বা ‘সিনেমা প্যারাডাইসো’–এর মতো ক্লাসিক ছবির সঙ্গীত পরিচালক আবেদন করেছেন নিজের পরিবারের কাছে, তাঁর শেষকৃত্য যেন নিভৃতেই সেরে ফেলা হয়। ১৯২৮ সালে ১০ নভেম্বর ইতালির রোমে জন্মেছিলেন, সেই শহরেরই এক হাসপাতালে চলে গেলেন তিনি। রেখে গেলেন এক সৃষ্টির বিশ্ব।
