TRENDING:

'অ্যানাবেল কামস হোম' দেখতে গিয়ে ভয় পেয়ে সিনেমা হলেই মৃত্যু বয়স্ক ভদ্রলোকের !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#থাইল্যান্ড: হলিউডে ছবি 'অ্যানাবেল কামস হোম' রিলিজ করার পর থেকেই সকলের এই ছবির প্রতি আলাদা করে আগ্রহ তৈরি হয়। কারণ এটি একটি ভূতের গল্প। আর ভূতের গল্পে মানুষের আগ্রহ সব সময় বেশি। সেই রকমই আগ্রহ থেকেই ভূতের সিনেমা দেখতে গিয়েছিলেন ৭৭ বছর বয়স্ক ভদ্রলোক। তিনি ব্রিটিশ নাগরিক। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। আর এই সিনেমা দেখতে গিয়েই ঘটে যায় চরম বিপদ।
advertisement

সিনেমা শেষ হতেই জ্বলে ওঠে প্রেক্ষগৃহের আলো। ওই ভদ্রলোকের পাশে বসে থাকা মহিলা চিটকার করে ওঠেন। কারণ ভদ্রলোককে দেখে মহিলার স্বাভাবিক মনে হয় না। তারপর সিনেমা হলের সিকিউরিটি গার্ড এসে ভদ্রলোককে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে এখনও জানা যায়নি ওই ব্যক্তি সত্যিই সিনেমা দেখতে গিয়ে ভয় পেয়েছেন কিনা। আর সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে নাকি তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। খতিয়ে দেখা হচ্ছে বিষয়টা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পড়তে এসেছিলেন খড়গপুর আইআইটি-তে, হয়ে গেলেন ডেপুটি ডিরেক্টর! রিন্টু ম্যাডাম আজ সবার গর্ব
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
'অ্যানাবেল কামস হোম' দেখতে গিয়ে ভয় পেয়ে সিনেমা হলেই মৃত্যু বয়স্ক ভদ্রলোকের !