TRENDING:

নতুন ইন্ডিয়ার আইকন কে? সমীক্ষার লড়াইয়ে মোদি-সলমন !

Last Updated:

একজন চাওয়ালা থেকে সোজা প্রধানমন্ত্রীর আসনে ৷ আরেকজন বলিউডের লাভার বয় থেকে সুলতান, নানা বিতর্কের কেন্দ্র বিন্দু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একজন চাওয়ালা থেকে সোজা প্রধানমন্ত্রীর আসনে ৷ আরেকজন বলিউডের লাভার বয় থেকে সুলতান, নানা বিতর্কের কেন্দ্র বিন্দু ৷ একজনের নোটবন্দি থেকে মেক ইন ইন্ডিয়া তো আরেকজনের বিন্দাস স্বভাব ৷ একের পর এক মামলায় ‘বেকসুর খালাস’ হয়েও বলিউডের বক্স অফিসে তুমুল ঝড়, তাঁর এক নামে ! নরেন্দ্র মোদি এবং সলমন খান ৷ ইয়ং জেনরেশনের কাছে এখন এই দুই নামই অনুপ্রেরণা ৷ নতুন ইন্ডিয়ার নতুন আইকন ৷
advertisement

সম্প্রতি দেশের ইয়ং জেনারেশনের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছে ইংরেজি দৈনিক হিন্দুস্থান টাইম ৷ আর সেই সমীক্ষাতেই উঠে এল এই নতুন তথ্য ৷ বেশিরভাগ ইয়ং জেনারেশনের কাছে আইকন বলতে দুটো নামই সবার ওপরে ৷ এক মোদি ও দুই সলমন খান ৷

তা আইকন হওয়ার লড়াইয়ে হঠাৎ নরেন্দ্র মোদি ও সলমন খানই কেন প্রতিদ্বন্ধি ? সমীক্ষা অনুযায়ী, স্টার গুরুত্ব এদেশের ইয়ং জেনারেশনের রন্ধ্রে রন্ধ্রে ৷ আর এই স্টার পাওয়ারই দ্রুত গতিতে সলমনকে এগিয়ে নিয়ে যেতে সমর্থ ৷ এই সমীক্ষা মূলত করা হয়েছে কলেজ পড়ুয়াদের মধ্যে ৷ যাদের মধ্যে বেশিরভাগই ভোট দিয়েছেন মোদি কিংবা সলমনকে ৷ তবে এই ভোটের ক্ষেত্রে বলিউডের সুলতানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন মোদি ৷

advertisement

মোদি রাজনৈতিক-অর্থনৈতিক সংস্কার, নতুন ভাবনা-চিন্তা মূলত ডিজাটাল ইন্ডিয়ার ভাবনাই নাকি কাজ করেছে ইয়ং জেনারেশনের মন জিততে ৷ যে জেনারেশনের সব কিছুই এখন হাতের মুঠোর মোবাইল ফোনটায় আটকে, সেই ইয়ং জেনারেশনই মোদির ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নের মূল ধারাবাহক ৷ সমীক্ষা মতেএই কারণেই ইয়ং জেনারেশনের মন জিতে নিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি !

সেরা ভিডিও

আরও দেখুন
ভিক্ষা করে অনাথ শিশুদের চিকি‍ৎসক, ইঞ্জিনিয়ার, উকিল তৈরি করে চলেছেন স্বপ্নপূরণের কারিগর
আরও দেখুন

তালিকায় ছিলেন বিরাট কোহলি, পিভি সিন্ধু, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, হৃতিক রোশন, বিদ্যা বালন৷ তবে মোদি-সলমনের কাছে আইকন হিসেবে তাঁদের জনপ্রিয়তা অনেক কম !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
নতুন ইন্ডিয়ার আইকন কে? সমীক্ষার লড়াইয়ে মোদি-সলমন !