TRENDING:

'গেম অফ থ্রোনস'-এর শেষ সিরিজের ট্রেলার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গেম অফ থ্রোনস-এর জনপ্রিয়তা শুধু টিভি সিরিজেই আটকে নেই। সারা বিশ্বজুড়েই এই সিরিজের জনপ্রিয়তা তুঙ্গে। এর আগের সিজিনগুলো সর্বকালের সেরা শোয়ের তকমাও পেয়েছে। সপ্তম সিজিনের প্রায় এক বছর বাদে, অবশেষে রিলিজ হল গেম অফ থ্রোনসের অষ্টম সিজিনের ট্রেলার ।মঙ্গলবার ইউটিউবে রিলিজ হওয়া এই ট্রেলার ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কবে থেকে দেখা যাবে এই শো তাই নিয়েই এখন দর্শক মহল সরগরম।---
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

ট্রেলারের শুরুতেই আরিয়া স্টার্ক প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। তাছাড়া, সম্পূর্ণ টানটান উত্তেজনায় ভরপুর দুই মিনিটের এই ট্রেলারে সামনের সিজনের অনেক ঘটনার সূক্ষ ইঙ্গিত পাওয়া গেছে। ডেনেরিসের দুই ড্রাগন এবার করবে খারাপ শক্তির প্রতিরোধ। অন্যদিকে, হোয়াইট ওয়াকারদের দলও যে সর্বশক্তি নিয়ে সাত সাম্রাজ্য দখল করতে এগিয়ে আসছে। কিন্তু এত কঠিন পরিস্থিতির মধ্যেও ল্যানিস্টারদের রাণী সারসির কিন্তু ভিলেনই থাকছেন। তবে অবশেষে, মানুষ আর হোয়াইট ওয়াকাররা যে মুখোমুখি যুদ্ধে নামতে চলেছে- সেটি নিয়ে উত্তেজিত ফ্যানরা। শেষ পর্যন্ত জয় হয় কোন পক্ষের, 'আয়রন থ্রোনে'র দাবিদার কে হয়, তার জন্য অপেক্ষা করতে হবে আরও মাস দেড়েক। এপ্রিলের ১৪ তারিখ থেকে এইচ বি ও-তে দেখা যাবে গেম অফ থ্রোনসের এই শেষ সিজিন। আপাতত ট্রেলার নিয়েই চলুক হইচই!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
'গেম অফ থ্রোনস'-এর শেষ সিরিজের ট্রেলার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!