TRENDING:

Game of Thrones S8 E5: এতটা নির্মম হিংসার এপিসোড টিভি-র ইতিহাসে নেই

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জনপ্রিয় গেম অফ থ্রোনসের শেষ সিজন প্রায় শেষের দিকে। সোমবার ভোর সাড়ে ৬টায় হয়ে গেল শেষ সিজনের সেকেন্ড লাস্ট এপিসোড। এইচবিওর রের্কড ব্রেকিং সিরিজের আখ্যা পায় শেষ সিজন। পছন্দ, অপছন্দ, বিশ্বস্ততা, সমালোচনার মধ্যেও ‘গেম অফ থ্রোনস’ নিয়ে আলোচনায় বরবরাই উঠে আসে রাজনীতির প্রসঙ্গ। তবে শুধু রাজনীতি নয়, জর্জ আর মার্টিনের লেখা এই উপন্যাসে রয়েছে ব্যবসার পরামর্শও।
advertisement

এপিসোড ৫ শেষ হল ঠিক সেই ভাবে সেই ভাবে প্রত্যেকটি ভক্ত ভেবেছিল হতে পারে, আর ভয় পাছিল সেটার জন্য এই সিজনের শুরু থেকেই। এটা বলা ভুল হবে না যে এই এপিসোড ছিল এখনও পর্যন্ত টিভির সবচেয়ে নির্মম এবং ডিস্টারবিং এপিসোডের মধ্যে একটি। এই এপিসোডের শুরুতেই ছিল এমন একটি টুইস্ট যা আমাদের এখনও পর্যন্তের সব ধারনা বদলে দেবে। নির্মাতারা আবার আমাদের মনে করিয়ে দেয় যে কোনও চরিত্রের মধ্যে ভরসা  করার কোনও মানে হয় না।

advertisement

এই এপিসোডে আমরা দেখতে পাই ড্যানেরিস টার্গারিয়ান-সার্সি ল্যানিস্টারের লড়াই। গেম অফ থ্রোনসের শেষ যুদ্ধ শুরু হয় কিং'স ল্যাডিইং-এ। জন স্নো তাঁর সেনা কে নিয়ে পৌঁছেছে সার্সি আর ইউরন গ্রেজয়র বিরুদ্ধে লড়তে। কিন্তু সার্সি সঙ্গে রয়েছে আইরন ব্যাঙ্কের সাপোর্ট, সার্সি আগে থেকেই ২০,০০০ সৈনিক কিনে ফেলেছে। আমরা এটাও জানি যে সার্সির কাছে রয়েছে ড্রাগন মারার অস্ত্রও। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ড্যানেরিস হারতে চলেছে।

advertisement

কিন্তু এই এপিসোডে এমন ভাবে তৈরি যে পরের মুহূর্তে কি হবে কেউ বলতে পারে না। ড্যানেরিস শোকস্তব্ধ হয়ে পড়েছে রিগাল আর মিসান্ডে মরে যাওয়ায়। ড্যানি নিজের মনকে মানিয়ে নিয়েছে সবাইকে পুড়িয়ে মারবে। আপনাদের মনে করানোর দরকার পরবে না মেসান্ডি লাস্ট এপিসোডে ড্যানিকে কি বলে গেছিল ? আর সেই কথাটা ড্রাগনের মা খুব গুরুত্ব দিয়ে নিয়েছিল। সে এইবার জেগে উঠেছিল।

advertisement

গেম অফ থ্রোনসে এর আগেও আমরা দেখেছি ভয়ানক, নৃশংস যুদ্ধ দৃশ্য। কিন্তু এই এপিসোড ছিল একজনের হিংস প্রকৃতি আর তার প্রতিক্রিয়া উপরে।

কিন্তু, এই আসন্ন ধ্বংস যজ্ঞ যেভাবে তৈরি হয় তা অসামান্য। ঝোরও হাওয়া বইছে। আপনি আকাসের দিকে চেয়ে আছেন কিন্তু কিছু দেখতে পারছেন না । ধুলোর ঝড়। মানুষের চিত্কার এবং আশ্রয়ের জন্য দৌড়ে বেড়াচ্ছে মানুষ। আর তাঁদের মধ্যে হাউন্ড তাঁর "অসম্পূর্ণ ব্যবসা" সম্পন্ন করার উপর মনোযোগ দিয়ে এগিয়ে চলেছে।

advertisement

আপনার যদি একটুর জন্য সব ত্তলটপালট লাগে, এই ৮০ মিনিট লম্বা এপিসোডে রয়েছে অনেক ছোট ছোট মুহূর্ত যে গুলো খুব ভালো ভাবে তৈরি করা হয়েছে আর যা খুব সহজেই আপনার মনকে ধরে রাকবে এই দিকে।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

এই এপিসোডের পর অনেক সম্পর্ক শেষ হতে দেখা যাবে আর তার ফলে কোনও একটি বিখ্যাত চরিত্র মৃত্যুও হতে পারে। আশা করি বলার দরকার নেই কার কথা বলা হচ্ছে এখানে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Game of Thrones S8 E5: এতটা নির্মম হিংসার এপিসোড টিভি-র ইতিহাসে নেই