TRENDING:

শোকের ছায়া সঙ্গীত জগতে ! অক্টোবরে ছিল শো ! তাঁর আগেই করোনা কেড়ে নিল জনপ্রিয় গায়কের প্রাণ !

Last Updated:

২৬ মার্চ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন জন প্রিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিকাগো: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কান্ট্রি ফোক-এর গায়ক জন প্রিন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মঙ্গলবার গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত এই গায়কের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে সঙ্গীত জগতে।
advertisement

জন প্রিন

২৬ মার্চ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন জন প্রিন। শন্যাসভিলের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু গায়ক হাসপাতাল থেকে নিজেই জানিয়েছিলেন তিনি ভাল আছেন। তারপর হঠাৎ বাড়ে শ্বাসকষ্ট। তাতেই মৃত্যু হয় তাঁর। প্রয়াত গায়কের স্ত্রী ফিওনা প্রিন সংবাদমাধ্যমকে এই খবর জানান।

advertisement

১৯৭০ সালে জন প্রিনের লেখা গান মানুষকে উদ্বুদ্ধ করেছিল। বব ডিলান বলেছিলেন, জন প্রিন তাঁর প্রিয় গান রচয়িতাদের মধ্যে একজন। জন শিকাগো শহরে ১৯৪৬ সালে জন্ম গ্রহণ করেছিলেন। তাঁর দাদার কাছে শিখেছিলেন গিটার। জন পাঁচ বছর পোস্ট ম্যানের কাজ করেছিলেন। সেই সময় লোকের বাড়িতে চিঠি পৌঁছে দিতে দিতে গান ভাবতেন তিনি। আর লিখে ফেলতেন। এ বছরের অক্টোবর মাসে জনের একটি গানের শো ছিল। টিকিট বিক্রি হওয়ার কথা ছিল সেপ্টেম্বর থেকে। কিন্তু সব শেষ হয়ে গেল করোনা থাবায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির ঘর ভেঙেছিল বৃষ্টিতে, নতুন ঘর বানাতে মোটা টাকা পেল ১৯ পরিবার! পাশে সরকার
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
শোকের ছায়া সঙ্গীত জগতে ! অক্টোবরে ছিল শো ! তাঁর আগেই করোনা কেড়ে নিল জনপ্রিয় গায়কের প্রাণ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল