TRENDING:

৫৪ বছর বয়সে মা হলেন সিলভেস্টার স্ট্যালোনের প্রাক্তন পত্নী!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লস অ্যাঞ্জেলেস: ৫৪ বছর বয়সে নিজের প্রঞ্চম সন্তানের জন্ম দিলেন ডেনমার্কের অভিনেত্রী ব্রিগিট নিয়েলসন। গত শুক্রবার এই সুখবরটি শুনিয়েছেন হলিউড অভিনেতা সিলভেস্টাক স্ট্যালোনের প্রাক্তন স্ত্রী ব্রিগিট এবং তাঁর ৩৯ বছর বয়সী ইতালিয়ান স্বামী মাটিয়া ডেসি ৷ তাঁরা জানিয়েছেন, সন্তানের জন্ম দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
advertisement

একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী ৷ গত ২২ জুন, শুক্রবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া এ দম্পতির কন্যার নাম রাখা হয়েছে ফ্রিডা।

advertisement

প্রাক্তন স্বামী বিখ্যাত অ্যাকশন অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের সঙ্গে ‘রকি ৪’ ও ‘কোবরা’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান ব্রিগিট। সিনেমার বাইরে তিনি একজন সফল মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব।

সন্তান জন্ম দেওয়ার পর ব্রিগিট-মাটিয়া দম্পতি একটি বিখ্যাত ম্যাগাজিনকে বলেন, ‘ফুটফুটে কন্যাকে আমাদের জীবনে আনতে পেরে আমরা অন্যন্ত আনন্দিত। এই পথটা ছিল অত্যন্ত দীর্ঘ। আমরা কখনও এর বেশি ভালবাসায় আবদ্ধ ছিলাম না।’

বাংলা খবর/ খবর/বিনোদন/
৫৪ বছর বয়সে মা হলেন সিলভেস্টার স্ট্যালোনের প্রাক্তন পত্নী!