আর তাঁরই সুফল আমেরিকার মাটিতে নিখাদ বাংলা ভাষার ছবি ‘আর একটা রূপকথা’। এক্কেবারেই ঠিক পড়ছেন ৷ গানের জন্য বিদেশের লোকেশনে শুটিং-এই ঘটনা তো জলভাত ৷ বাংলা ছবিতে তো এখন এমনটাই হয় ৷ তবে এ ক্ষেত্রে ঘটনাটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ৷ একটা গোটা বাংলা ছবি যার গোটাটাই শুটিং হয়েছে হলিউডে ৷ এমনকী হলিউডের নিয়ম-নথি মেনেই ৷ আগামী ২৭ শে জুলাই আমেরিকায় প্রথম মুক্তি পাবে ‘আর একটা রূপকথা’৷ এরপর আশপাশের দেশগুলিতে মুক্তি পাওয়ার কথা ৷ পরে মুক্তি পাবে ভারতে ৷ কী এতক্ষণে নিশ্চয় চোখ কপালে উঠেছে? এখনও তো আরও জানা বাকি ৷ এখানেই শেষ নয় ৷ ছবিতে অভিনয় করেছেন বিদেশি অভিনেতা-অভিনেত্রীরা ৷ তাঁদের সঙ্গে কাজ করেছেন টলিউডের শিল্পীরাও ৷ যাঁদের মধ্যে রয়েছেন ঋষি কৌশিক, রাহুল বন্দ্যোপাধ্যায়, গীতশ্রী রায়, দেবশ্রী রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবিতে বেশ কিছু প্রবাসী বাঙালি ছাড়াও ছিলেন রাশিয়ার কলাকুশলীরাও। চিত্রগ্রহণে দিমিত্রি পোপভের, জন্মসূত্রে রাশিয়ান তিনি কিন্তু আমেরিকার নাগরিক। ছবির চিত্রগ্রাহক থেকে যাবতীয় কলাকুশলী সকলেই আমেরিকাবাসী ৷ অর্থাৎ গোটাটাই হলিউডি ৷ গল্পটির চিত্রনাট্য কৌশানী মিত্রের।
advertisement
ছবির পরিচালক দেবপ্রতিম (তাজু) বললেন,‘‘প্রবাসী বাঙালি প্রযোজক রূপক চট্টোপাধ্যায়ের ব্রেন চাইল্ড এই ছবিটি। ছবির প্রযোজক তিনিই উনি একদিন ফোন করে বললেন আমেরিকায় বসে একটা বাংলা ছবি তৈরি করার স্বপ্ন রয়েছে ৷ আর সেই ছবির পরিচালনার দায়িত্বটা যেন আমি সামলাই ৷ গল্পটা শোনার পরেই রাজি হয়ে গেলাম ৷ মোট তিরিশ দিন ছিলাম ওখানে ৷ প্রথমে কয়েকদিন বিদেশি অভিনেতা-অভিনেত্রীদের ওয়ার্কশপ চলল ৷ তারপর জোরকদমে চলল শুটিং৷ এখন তো পোস্ট প্রোডাকশনের কাজ চলছে ৷’’
আরও যোগ করলেন পরিচালক,‘‘বাংলা ভাষার ছবি হলেও কলকাতার কেন্দ্রিক গল্প নয় ৷ গল্প এক্কেবারে লস অ্যাঞ্জেলসের পটভূমিকায় তৈরি ৷ যেখানে রি-ইউনিয়ন করেন কিছু বন্ধু ৷ যেখানে যোগ দেন কলকাতার কয়েকজন ৷ সেখানেই প্রত্যেকে মুখোমুখি হয় আয়নার। আর সেখানেই আঁচ পড়ে রহস্যের। রি-ইউনিয়ন শুধুই আনন্দ আর মজায় সীমিত থাকা না ৷ তারপর কী হয়? তা জানতে অবশ্যই ছবিটি দেখতে হবে ৷’’
সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার ৷ এই হলিউডি ছবির গানঘরের দায়িত্ব সামলেছেন রীত ৷ গেয়েছেন ইমন, রূপঙ্কর,জোজো, পলি চ্যাটার্জী,স্যমন্তকরা। ছবিতে অরিজিন্যাল সংয়ের পাশাপাশি রয়েছে রবীন্দ্রসঙ্গীত ও অতুলপ্রসাদের গান ৷ ছবিটি যে বাঙালিকে এক অন্য স্বাদের পরিচয় দেবে তা তো বলাই যায় ৷ ‘আর একটা রূপকথা’দেখার জন্য অপেক্ষা আর কিছুদিনের ৷
হলিউডে তৈরি হল বাংলা ছবি, কারা রয়েছেন অভিনয়ে?
