TRENDING:

অ্যাভেঞ্জারস দেখলেন, কিন্তু কিছুই বুঝলেন না অমিতাভ বচ্চন

Last Updated:

নিজের মতামত সোশ্যাল মিডিয়াতে জানাতে ভালবাসেন অমিতাভ বচ্চন ৷ এভাবেই নিজের ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখায় বিশ্বাসী তিনি ৷ আর সেটা যদি কোন ছবি নিয়ে আলোচনা হয়, তাহলে তো কথাই নেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নিজের মতামত সোশ্যাল মিডিয়াতে জানাতে ভালবাসেন অমিতাভ বচ্চন ৷ এভাবেই নিজের ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখায় বিশ্বাসী তিনি ৷ আর সেটা যদি কোন ছবি নিয়ে আলোচনা হয়, তাহলে তো কথাই নেই ৷
advertisement

এবার বিগ বি লিখলেন অ্যাভেঞ্জারস ছবিটি নিয়ে ৷ না কোন প্রংশসা, না সমালোচনা ৷ কোন কিছুই এই ছবি নিয়ে লিখলেন না তিনি ৷ কারণ ছবির নাকি কিছুই বুঝতে পারনেনি অমিতাভ ! 

advertisement

যেই ছবি নিয়ে এত আলোচনা, এত চর্চা, সেই ছবির মানে বুঝলেন না সিনিয়ার বচ্চন! ব্যাপারটা মেনেই নিতে পারলেন না ফ্যানরা ৷ সোশ্যাল মিডিয়ায় চলল তার পাঠ ৷ ভক্তরা বোঝানোর চেষ্টা করলেন এই ছবি বিষয় ৷ কেউ তো বলেই দিলেন নাতনির থেকে এই ছবির ব্যাপারটা বুঝে নিতে ৷

আরও পড়ুন হোক 'হামি'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিক্ষা করে অনাথ শিশুদের চিকি‍ৎসক, ইঞ্জিনিয়ার, উকিল তৈরি করে চলেছেন স্বপ্নপূরণের কারিগর
আরও দেখুন

তবে এই পরামর্শ কতটা শুনলেন অমিতাভ বচ্চন সেটা জানা যায়নি ৷ হয়ত তার জন্য অপেক্ষা করতে হবে তার নতুন টুইটের ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
অ্যাভেঞ্জারস দেখলেন, কিন্তু কিছুই বুঝলেন না অমিতাভ বচ্চন