তিনি ট্যুইটারে জানিয়েছেন তাঁর মনে নেই শেষ কবে স্নান করেছেন তিনি ৷ তাঁর এই তথ্যতে হয়রান হয়েছেন তামাম ভক্ত মহল ৷ এই নিয়েই চলছে ঘণ্টর পর ঘণ্টা চর্চা ৷ লেডি গাগা জানিয়েছেন তাঁর আপ্ত সহায়ক তাঁর কাছে জানতে চেয়েছেন শেষবার তিনি কবে স্নান করেছেন ৷ উত্তরে লেডি গাগা জানিয়েছেন তাঁর মনে নেই শেষবার কবে স্নান কবে করেছেন ৷ তাঁর এই বক্তব্যে অনেকেই বিভিন্ন রকমের মতামত দিয়েছেন কেউ কেউ আবার মজা বলেছেন তাঁর সম্প্রতি ষষ্ঠ গানের অ্যালবাম মুক্তি পেয়েছে গানেই সেই অ্যালবাম পরিষ্কার করতে করতেই তিনি কোনও সময়ই পাননি ৷
advertisement
কাজে এতটাই ব্যস্ত যে নিজের নাওয়া খাওয়াও ভুলে গিয়েছেন ৷ নিজের জন্য সময় আর বের করতে পারেন নি ৷ লেডি গাগা বেশিরভাগ নিজের বোল্ড লুকের জন্যই পরিচিত ৷ শুধুই অভিনেত্রী নন লেডি গাগা ৷ একাধারে গায়িকা, সুরকারও বটে ৷ তাঁর ছবি আ স্টার ইজ বর্নে অভিনয়ের জন্য বিশেষ ভাবে প্রশংসা পেয়েছেন ৷