TRENDING:

IFFI 2023: সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন মাইকেল ডগলাস! আসছেন ভারতে

Last Updated:

IFFI 2023: অস্কার জয়ী অভিনেতা জানিয়েছেন, এই পুরস্কার পেয়ে তিনি সম্মানিত। স্ত্রী ক্যাথরিনকে নিয়ে নভেম্বর মাসে ভারতে আসছেন মাইকেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রখ্যাত হলিউড তারকা মাইকেল ডগলাসকে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হবে। শুক্রবার এমনই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি মাইক্রোব্লগিং সাইট এক্স-এ জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেতা স্ত্রী ক্যাথরিন জেটা-জোনস এবং পুত্র ডিলানের সঙ্গে ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন।
advertisement

অনুরাগ লিখেছেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, হলিউডের বিশিষ্ট অভিনেতা এবং প্রযোজ মাইকেল ডগলাস ৫৪তম গোয়ায আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় এক্সিলেন্স ইন ফিল্ম লাইফটাইম পুরস্কারে সম্মানিত হবেন।’

আরও পড়ুন: ‘নিজেকে অনেক সময়ে নিশো ভেবে বসি’! প্রতিযোগীর সঙ্গে চেহারায় মিল নিয়ে অকপট অপূর্ব

আরও পড়ুন: সন্দীপ্তার পরে শ্রীপর্ণা! ফের টলিউডে ফুটছে বিয়ের ফুল, নভেম্বরের শেষেই চারহাত এক, শুভ পরিণয় টুসুর

advertisement

ভক্তরে উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মাইকেল। অস্কার জয়ী অভিনেতা জানিয়েছেন, এই পুরস্কার পেয়ে তিনি সম্মানিত। স্ত্রী ক্যাথরিনকে নিয়ে নভেম্বর মাসে ভারতে আসছেন তিনি। বন্ধু শৈলেন্দ্র সিংয়ের ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্তি উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে উদগ্রীব হলিউড অভিনেতা।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন মাইকেল। ওয়াল স্ট্রিট, ফেটাল অ্যাট্রাকশন, দ্য ওয়ার অফ দ্য রোজেস, বেসিক ইনস্টিনক্ট, ফলিং ডাউন, দ্য আমেরিকান প্রেসিডেন্ট প্রেসিডেন্টের মতো ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
IFFI 2023: সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন মাইকেল ডগলাস! আসছেন ভারতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল