তবে ‘সঞ্জু’ নিয়ে উচ্ছ্বাস থাকলেও, ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু রয়েইছে ৷ অনেকে তো মনে করছেন, রণবীরের অভিনয় ছাড়া হিরানির এই ছবি থেকে পাওয়ার কিছু নেই ৷ আবার অনেকের মতো ‘সঞ্জু’র বায়োপিককে জোর করেই নাকি চাপিয়ে দেওয়া হয়েছে দর্শকদের ওপর ৷ তবে এর বাইরে হিরানির নামে উঠেছে এক নতুন অভিযোগ ৷ হিরানি নাকি বিবিসি-র করা এক তথ্যচিত্র থেকে বেশ কিছু দৃশ্য টুকে ‘সঞ্জু’ তৈরি করেছেন ৷ অন্তত, দৃশ্যগুলোকে পর পর সাজালে তো তাই মনে হয় ৷
advertisement
প্রথমদিনেই সব ছবিকে টেক্কা দিল সঞ্জু!
বিবিসি-র তরফ থেকে তৈরি হয়েছিল তথ্যচিত্র ‘টু হেল অ্যান্ড ব্যাক’ ৷ যেখানে উঠে এসেছিল সঞ্জয় দত্ত ও মুম্বই বিস্ফোরণ ৷ এই তথ্যচিত্রের শুরুর সঙ্গে ‘সঞ্জু’-র শুরুর রয়েছে প্রচুর মিল ৷ শুধু তাই নয়, সঞ্জু-র শরীরচর্চার দৃশ্যটিও এই ডকুমেন্টারি থেকে অনেকটাই টুকেছেন হিরানি ৷
দেখুন সেই তথ্যচিত্রটি ৷ সৌজন্যে- BBC