মারাত্মক অভিযোগ করেন হিরণের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা। জানান, ‘২০০০ সালে বিয়ে হয়েছে। গত বছর ২৫ বছর পূর্ণ হয়েছে। কিন্তু আইনত কোনও ডিভোর্স হয়নি এবং ডিভোর্সের মামলাও চলছে না। সেক্ষেত্রে প্রথম স্ত্রী থাকতে আইন অনুযায়ী কী করে হিরণ আরেকবার বিয়ে করেন?’ তাদের ১৯ বছরের একটা মেয়ে রয়েছে। মেয়ের থেকে দ্বিতীয় স্ত্রী মাত্র দুই বছরের বড়।অভিনেতা বিধায়ক হিরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। আজ বুধবার রাত ন-টা নাগাদ আনন্দপুর থানায় মেয়েকে নিয়ে যাবেন অনিন্দিতা।
advertisement
এই সব কিছুর মাঝে কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন হিরণের কন্যা নিয়াসা চট্টোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে মা অনিন্দিতা পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন নিয়াসা। নিয়াসা লেখেন, “বহুদিন হল আমরা দু’জনেই আছি। ভালবাসা দিয়ে প্রতিটা ভূমিকা পালন করছ তুমি। তুমিই আমার মা, তুমিই বাবা। তুমি আমার পথপ্রদর্শক। সবকিছুর জন্য ধন্যবাদ। তুমিই আমার হিরো মা।”
সমাজমাধ্যম ঘেঁটে জানা গিয়েছে, বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। কিন্তু সেভাবে প্রকাশ্যে তা নিয়ে আলোচনা হয়েছিল, এমন নয়। রাজনীতিতে যোগদান করার পর থেকে তিনি মূলত খড়্গপুরেই থাকতেন।
