সম্প্রতি 'লাইগার' ছবিতে অনন্যা পাণ্ডের সঙ্গে অভিনয় করার পর বিজয় বলিউডেরও 'হার্ট থ্রব'। অন্য দিকে রশ্মিকা হিন্দি ছবি 'গুডবাই'-এর আগে থেকেই 'ন্যাশনাল ক্রাশ' হিসেবে পরিচিত। এই দুই তারকার রসায়ন নিয়ে অনেক আগে থেকেই নানা ধরনের কানাঘুষো চলছিল।
তারই মাঝে দেখা গেল, একই দিনে দু'জনে বিমানবন্দরে প্রবেশ করলেন। কিন্তু একসঙ্গে নয়। তখন থেকেই ভক্তদের সন্দেহ তাঁরা একসঙ্গে বেড়াতে গিয়েছেন মালদ্বীপে।
advertisement
এর পর বিজয়-রশ্মিকা আলাদা আলাদা ভাবে ছবি পোস্ট করেন। কিন্তু একে অপরের সঙ্গে নয়।
তবে সম্প্রতি রশ্মিকার একটি ছবি দেখে ভক্তরা নিশ্চিত, বিজয়-রশ্মিকা একইসঙ্গে মালদ্বীপে গিয়েছেন। এক জন ভক্ত খেয়াল করেন, বিমানবন্দরে বিজয় যে রোদচশমাটি পরেছিলেন, রশ্মিকা সমুদ্রের ধারে সেই চশমাটি পরে বসেই ছবি তোলেন।
এ দিকে 'কফি উইথ করণ'-এ জাহ্নবী কাপুর এবং সারা আলি খান জানিয়েছিলেন, তাঁদের দু'জনেই বিজয়কে পছন্দ। তবে কি দুই তারকার মন ভাঙলেন বিজয়?