এতরাজ
তখনও বলিউডে পায়ের তলার জমি শক্ত হয়নি । সেই সময় সোনিয়া রায়-এর চরিত্রে অভিনয়ের সাহস পেতেন না কেউই । ২০০৪ সালেই শুধু পার্শ্বচরিত্র নয়, আগাগোড়া নেগেটিভ সোনিয়া রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা । বিপরীতে ছিলেন বর্ষীয়ান অভিনেতা অমৃশ পুরী । কিন্তু কোনও বলিউডি স্টিরিওটাইপেরই ধার ধারেননি প্রিয়াঙ্কা । নেগেটিভ চরিত্রে সেরা অভিনয়ের পুরস্কারও পেয়েছিলেন ।
advertisement
বাজীরাও মস্তানি
বাজীরাও আর মস্তানির প্রেমে কাশীবাঈ ছিলেন কাব্যে উপেক্ষিতা । রণবীর-দীপিকার অফস্ক্রিন প্রেমের রসায়ন রুপোলি পর্দায় তুলে এনেছিলেন সঞ্জয় লীলা বণশালি । এরকম সময়, এই চরিত্র প্রিয়াঙ্কা নাকচ করতেই পারতেন । পরিবর্তে কাশীবাঈ-এর চরিত্র অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা ।
দিল ধড়কনে দো
কেরিয়ারের উচ্চতায় পৌঁছেও দিল ধড়কনে দো-র মতো মাল্টি-স্টারার ছবিতে অনায়াসে অভিনয় করতে পারেন প্রিয়াঙ্কা । ব্যানার, লিড রোল, বিপরীতে কোন স্টার রয়েছেন তোয়াক্কা না করেই আয়েশা মেহরার-র চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা । তাঁকে ছাড়া ছবির কোনও দৃশ্যই যেন সম্পূর্ণ হয়নি ।
আরও পড়ুন: নেশাগ্রস্ত ক্যাটরিনা কাইফ, জন্মদিনেই ফাঁস হল ছবি !
জন্মদিন ভাল কাটুক তাঁর । আরও সাফল্যের মাইলফলক পেরিয়ে ভাল থাকুন তিনি । শুভেচ্ছা রইল আমাদের তরফেও ।