তাঁর জন্মদিনে শুধু বলিউড নয় শুভেচ্ছা বার্তায় মেতেছে টলিউডও! গুলজারের জন্মদিন উপলক্ষ্যে ছোট্ট একটি কবিতা উপহার দিয়েছেন শ্রীজাত। কাজের সূত্রে বেশ কয়েকবার গুলজারের সান্নিধ্য পেয়েছেন কবি শ্রীজাত। গুলজার যেন তাঁর মনের রাজ্যের রাজা! সোশ্যাল মাধ্যমে শ্রীজাত লেখেন, " কখনও মুখোমুখি বসেছি কথা নিয়ে/ কখনও আড়ালেই খুলেছি খাম.../ তুমিও সাজিয়েছ আমাকে ব্যথা দিয়ে —/কেননা গুলজার তোমার নাম। শুভ জন্মদিন, কবি!" এই পোস্টে বহু মানুষ শুভেচ্ছা জানিয়েছেন গুলজারকে!
advertisement
অন্যদিকে চুপ বসে নেই পরিচালক সৃজিত! গুলজার ছুঁয়েছেন তাঁর মনও! মানুষের মনে শব্দবাণে ঢুকে পড়াই যে গুলজারের জাদু! আজ জন্মদিনে গুলজারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সৃজিত! গত ২৪ জুন মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'শেরদিল'। এই ছবির জন্য গান লেখেন গুলজার। সেই গানে কণ্ঠ দেন প্রয়াত গায়ক কেকে! আর সেই সূত্রেই কাছাকাছি আসা! স্নেহের পরশ পাওয়া! যা যেকোনও মানুষের কাছে ঈর্শনীয়! এ কথাই বিশ্বাস হয় না সৃজিতের!
নিজের গায়ে চিমটি কেটে দেখেন যে সত্যিই তিনি গুলজারের স্পর্শ পেয়েছেন নাকি গোটাটাই স্বপ্ন। সে কথা ধরা পড়ে সৃজিতের লেখায়! তিনি লেখেন, "শুভ জন্মদিন গুলজার সাব! আপনাকে জানা, আপনার কথা শোনাই একটা স্বপ্ন! আমি বলতে ভুল করবো না যে আপনার সঙ্গে কাজ করাটা আমার কাছে এখনো স্বপ্নের মতো! আমি এখনো নিজেকে চিমটি কেটে দেখি, সবটা সত্যি তো!" এভাবেই টলিউডের দুই মানুষ শ্রদ্ধায় ভরালেন গুলজারের জন্মদিন!