TRENDING:

Happy Birthday Arjun Kapoor: কোমরের ঠুমকায় ঝড়, অর্জুনের জন্মদিনে 'ছাইয়া ছাইয়া'-র তালে মধ্যরাতে উদ্দাম নাচ মালাইকার

Last Updated:

Happy Birthday Arjun Kapoor: ৩৮ বছরে পা দিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর৷ প্রেমিকের মধ্যরাতের পার্টিতে নিজের আইকনিক হট আইটেম গান ছাইয়া ছাইয়া গানের তালে জমিয়ে নাচলেন নায়িকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ৩৮ বছরে পা দিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর৷ জন্মদিনে রবিবার গভীর রাতে নিজের কাছের বন্ধুদের নিয়ে একটি পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা৷ বার্থ ডে পার্টিতে সকলের মধ্যমণি ছিলেন প্রেমিকা মালাইকা আরোরা৷ প্রেমিকের মধ্যরাতের পার্টিতে নিজের আইকনিক হট আইটেম গান ছাইয়া ছাইয়া গানের তালে জমিয়ে নাচলেন নায়িকা৷
advertisement

লাল-সাদা স্কিনফিট বডিকন পোশাকে মালাইকার রূপের ছটা ঠিকরে বেরোচ্ছিল৷ খোলা চুলে, কোমরের ঠুমকায় রীতিমতো ঝড় তুললেন মাল্লা৷ অর্জুনের ঘরোয়া পার্টি পুরো মাতিয়ে দিয়েছেন নায়িকা৷ নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ মধ্যরাতের অর্জুনের জন্মদিনের ভিডিও দেখেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷

আরও পড়ুন-চলে গেলেন রেখার অত্যন্ত কাছের মানুষ, শোকের ছায়া বলিউডে

আরও পড়ুন-‘আমি রাঘবকে বিয়ে করিনি’, এ কী ফাঁস করলেন পরিণীতি! মুখ খুলতেই তোলপাড় নেটদুনিয়া

advertisement

নিজের আইকনিক গানের সঙ্গে নেচে মুহূর্তে ভাইরাল হয়েছে মালাইকা আরোরা৷ বয়ফ্রেন্ডের বার্থডে পার্টি একাই জমিয়ে দিয়েছেন বলি নায়িকা৷ বয়স প্রায় ৫০-এর কোটায় হলেও নিজেকে নিয়ে ঠিক কতটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন মালাইকা আরোরা৷ প্রেমিকের জন্মদিনেও ফের তা প্রমাণ করে দিলেন নায়িকা৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন মাল্লা৷ ১২বছরের ছোট অর্জুনের সঙ্গে মালাইকার মাখোমাখো রসায়নের কথা সকলেই জানেন।ব য়সের ফারাকের জন্য একাধিকবার ট্রোলডও হয়েছেন মালাইকা, কিন্তু বয়সের অজুহাত দিয়েই সম্পর্ককে অপবিত্র তকমা দিতে রাজি নন বলিউডের মাল্লা। লাইমলাইটে কীভাবে থাকতে হয় তাতে সিদ্ধহস্ত মালাইকা-অর্জুন। বয়সে ছোট অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নেটিজেনদের নজরে রয়েছেন বলি লাভবার্ডস।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday Arjun Kapoor: কোমরের ঠুমকায় ঝড়, অর্জুনের জন্মদিনে 'ছাইয়া ছাইয়া'-র তালে মধ্যরাতে উদ্দাম নাচ মালাইকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল