লাল-সাদা স্কিনফিট বডিকন পোশাকে মালাইকার রূপের ছটা ঠিকরে বেরোচ্ছিল৷ খোলা চুলে, কোমরের ঠুমকায় রীতিমতো ঝড় তুললেন মাল্লা৷ অর্জুনের ঘরোয়া পার্টি পুরো মাতিয়ে দিয়েছেন নায়িকা৷ নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ মধ্যরাতের অর্জুনের জন্মদিনের ভিডিও দেখেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷
আরও পড়ুন-চলে গেলেন রেখার অত্যন্ত কাছের মানুষ, শোকের ছায়া বলিউডে
আরও পড়ুন-‘আমি রাঘবকে বিয়ে করিনি’, এ কী ফাঁস করলেন পরিণীতি! মুখ খুলতেই তোলপাড় নেটদুনিয়া
নিজের আইকনিক গানের সঙ্গে নেচে মুহূর্তে ভাইরাল হয়েছে মালাইকা আরোরা৷ বয়ফ্রেন্ডের বার্থডে পার্টি একাই জমিয়ে দিয়েছেন বলি নায়িকা৷ বয়স প্রায় ৫০-এর কোটায় হলেও নিজেকে নিয়ে ঠিক কতটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন মালাইকা আরোরা৷ প্রেমিকের জন্মদিনেও ফের তা প্রমাণ করে দিলেন নায়িকা৷
বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন মাল্লা৷ ১২বছরের ছোট অর্জুনের সঙ্গে মালাইকার মাখোমাখো রসায়নের কথা সকলেই জানেন।ব য়সের ফারাকের জন্য একাধিকবার ট্রোলডও হয়েছেন মালাইকা, কিন্তু বয়সের অজুহাত দিয়েই সম্পর্ককে অপবিত্র তকমা দিতে রাজি নন বলিউডের মাল্লা। লাইমলাইটে কীভাবে থাকতে হয় তাতে সিদ্ধহস্ত মালাইকা-অর্জুন। বয়সে ছোট অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নেটিজেনদের নজরে রয়েছেন বলি লাভবার্ডস।