TRENDING:

'হাওয়া' ঝড়ে উত্তাল নেটদুনিয়া! প্রকাশ্যে আসতেই কাঁপাল নতুন গান! শুনে দেখুন...

Last Updated:

Haoa Gaan: হাওয়ার মুগ্ধতায় বুঁদ হয়েছে শহর থেকে সুদূর গ্রামের দর্শকরাও। মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগে থেকেই গানে গানে আলোচিত এই সিনেমা এখন প্রেক্ষাগৃহগুলোতে হাউজফুল যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: ২৯ জুলাই মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে যেন ঝোড়ো হাওয়া বইয়ে দিয়েছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। তারও তিন সপ্তাহ আগে ৭ জুলাই প্রকাশ পাওয়া ‘সাদা সাদা কালা কালা’ গানটি এখন মানুষের মুখে মুখে ফিরছে। বলা যায়, হাশিম মাহমুদের কথা ও সুরের গানটির মাদকতা দর্শককে হলমুখী করেছে। একের পর এক শো হাউসফুল যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।
হাওয়ার মুগ্ধতায় বুঁদ হয়েছে শহর থেকে সুদূর গ্রামের দর্শকরাও
হাওয়ার মুগ্ধতায় বুঁদ হয়েছে শহর থেকে সুদূর গ্রামের দর্শকরাও
advertisement

হাওয়ার মুগ্ধতায় বুঁদ হয়েছে শহর থেকে সুদূর গ্রামের দর্শকরাও। মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগে থেকেই গানে গানে আলোচিত এই সিনেমা এখন প্রেক্ষাগৃহগুলোতে হাউজফুল যাচ্ছে। পাশাপাশি বিক্রি হচ্ছে অগ্রিম টিকিটও।

আরও পড়ুন : ফুঁসছে নিম্নচাপ! আর কিছুক্ষণেই ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও দক্ষিণবঙ্গের দুই জেলায়! সতর্ক থাকুন...

advertisement

‘হাওয়া’ নির্মাণ মোটেই সহজ ছিল না। উত্তাল সমুদ্রের বুকে কাজ করা এই সিনেমা সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমের ফল ‘হাওয়া’। এবার সেই পালে আরও একটু হাওয়া দিলো তাদের প্রকাশিত নতুন একটি গান।

‘হাওয়া’-র ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে নতুন গান। ‘আটটা বাজে দেরি করিস না’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাসু দেব বসু বাউল। তবে গানটির কথা ও সুর সংগৃহীত। এর মিউজিক করেছেন ইমন চৌধুরী।

advertisement

আরও পড়ুন : ডায়াবেটিস রোগীদের জন্য 'বিষ' এই ৭ খাবার! মুখে দিলেই চড়চড় করে বাড়বে সুগার লেভেল! সতর্ক হন

নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, “এই গানটি বাসুদেব দাস বাউলের গাওয়া। গানটি অনেক আগের। বাসুদেব দাস বাউল তার যৌবন বয়স থেকে গানটি গেয়ে আসছে। আমি শুনেছিলাম প্রায় পাঁচ ছয় বছর আগে। এই গানটি স্ক্রিপ্ট লেখার সময় আমাদের অনেক শোনা হয়েছে। বলা যায় এ গানটি শুনতে শুনতেই হাওয়া’র চিত্রনাট্য লেখা। এই গানটিও ইমন সঙ্গীত আয়োজন করেছে। হাওয়া সিনেমায় গানটি উরকেস পারকেসের মোবাইলে কিছু অংশ শোনা যায়। শুনুন পুরো গানটি, ‘আটটা বাজে দেরি করিস না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

প্রসঙ্গত, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আগেই জানানো হয়েছিল বাংলাদেশে মুক্তির পর ‘হাওয়া’ খুব শিগগিরই মুক্তি পাবে বিশ্বের অন্যান্য দেশের সিনেমা হলগুলোতে। সেই ঘোষণা অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ‘হাওয়া’ মুক্তি পাবে অস্ট্রেলিয়া। এ ছাড়া ২ সেপ্টেম্বর মুক্তি পাবে আমেরিকা ও কানাডায়। ইতোমধ্যে দেশের বাইরে এর প্রচারণাও শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
'হাওয়া' ঝড়ে উত্তাল নেটদুনিয়া! প্রকাশ্যে আসতেই কাঁপাল নতুন গান! শুনে দেখুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল