একটি ছবি দিয়েছেন গুরমিত। দেখা যাচ্ছে, সযত্নে দেবিনার কপালে চুমু এঁকে দিচ্ছেন অভিনেতা। তাঁর স্ত্রীর হাতে একগুচ্ছ গোলাপী বেলুন। ছবির এক পাশে সেই একই রঙের হরফে লেখা, 'আমাদের মেয়ে হয়েছে।'
অভিনেতা লিখেছেন, 'আমাদের ছোট্ট মেয়েকে পৃথিবীতে স্বাগত জানালাম। আবার অভিভাবক হতে পেরে আমরা খুবই খুশি। কিন্তু এই মূহুর্তে আমাদের ব্যক্তিগত পরিসরে কোনও রকম হস্তক্ষেপ চাইছি না। কারণ সময়ের আগেই আমাদের সন্তান পৃথিবীতে এসেছে। আমাদের আশীর্বাদ করবেন। এ ভাবেই ভালবাসবেন।'
advertisement
গুরমিতের এই পোস্টে শুভেচ্ছাবার্তার বন্যা। তারকা-দম্পতিকে ভালবাসা জানিয়েছেন তাঁদের সহকর্মা এবং অনুরাগীরা।
আরও পড়ুন : নেটমাধ্যমে জাল চাকরির টোপ, শাস্তিও মিলল হাতে-নাতে! ১১ লক্ষের বেশি জরিমানার নির্দেশ!
আরও পড়ুন : ২০০ কোটির তছরুপের মামলায় জামিনের আবেদন! পাতিয়ালা হাউস কোর্টে হাজির জ্যাকলিন, রইল ছবি
প্রথম সন্তান জন্ম দেওয়ার চার মাসের মধ্যে দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছিলেন গুরমিত এবং দেবিনা। এত অল্প সময়ের ব্যবধানে ফের অন্তস:ত্ত্বা হয়ে পড়ায় কম কটাক্ষ ধেয়ে আসেনি অভিনেত্রীর দিকে! তবে নেতিবাচকতাকে তোয়াক্কা করেননি তিনি। বরং নজর দিয়েছেন নিজেকে ভাল রাখার দিকে। এ বার তিন থেকে চার হলেন তাঁরা। শুরু নতুন অধ্যায়।