আগে প্রিয় নায়িকরা নাচের ঝলক দেখার জন্য টেলিভিশনে কখন গান আসবে অপেক্ষায় হাপিত্যেশ করে বসে থাকা বাঙালির এখন হাতে হাতে মোবাইল ফোন ৷ ইন্টারনেটের অবাধ ব্যবহারের যুগে এক ক্লিকে পৌঁছে যাওয়া যায় নিজের কাঙ্খিত স্টারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ৷ ভক্তদের বদলে যাওয়া রুচির সঙ্গে নিজেরা লড়াইতে টিকে থাকতে হট অভিনেতা অভিনেত্রীরা নিয়মিত নিজেদের আপডেটেড ভিডিও পোস্ট করেন সোশ্যাল অ্যাকাউন্টে ৷
advertisement
বলি স্টার হোক বা ভোজপুরী সকলেই নিজেদের ভক্তকূলকে খুশি রাখতে দেদার হট ভিডিও নিজেরাই আপলোড করেন ৷ এরকমই সপ্তাহান্তকে উত্তেজক রাখার জন্য দুই দিকের দুই সুন্দরী বাজারে ছেড়েছেন জমজমাট ভিডিও৷ উর্বশী রাউতেলা Tiktok এ ভিডিও দিয়েছেন আর স্বপ্না চৌধুরী ভিডিও দিয়েছেন ইনস্টাগ্রামে ৷ দেখে নিন দুই সুন্দরীর ধামাল পারফরম্যান্স ৷
সব মিলিয়ে হট উইকএন্ডে ফ্যানরা চোখ সেঁকে নিন ৷
আরও দেখুন