ভিডিওতে সোনালি সাদা শিফন শাড়ি পরে সমুদ্রের পাড়ে দৌড়চ্ছেন৷ এই অপূর্ব শরীরি মুভেমেন্টের পিছনে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অভিনীত বাজিরাও মস্তানির গান বাজছে৷ সোনালি-র এই ভিডিও তাঁর ফ্যানদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে৷ ফ্যানরা এই ভিডিওতে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন৷ তাঁর অপূর্ব যৌবনে ভরা শরীরি রূপে বুঁদ হয়েছেন দর্শকরা৷ দেখে নিন সোনালির সেই শরীরি মোচড় ভরা ভিডিও৷
advertisement
বিগ বসে -র ঘরে সোনালি ফোগট খুব বেশিদিন স্থায়ী হননি৷ কিন্তু যে কদিন ছিলেন তাতেই তাঁর নাম নিয়ে জোর চর্চা (Gossip) হয়েছিল৷ আলি গোনি-র সঙ্গে কেমিস্ট্রি নিয়ে অনেক কথা হয়েছে৷ বিগবসের বাড়িতে সোনালি আলি -র সঙ্গে নিজের প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন৷ এখন সোনালি নিজের জীবন এনজয় করছেন৷ তিনি মুম্বইতে চলে আসছেন৷ এবং ফের একবার বিনোদন দুনিয়ায় নাম কায়েম করতে বদ্ধপরিকর তিনি৷