তেমনিই এই অভিনেতা -অভিনেত্রীরা নিজেদের ব্যক্তিগত নানা মুহূর্ত শেয়ার করেন এই ভার্চুয়াল কমিউনিকেশনের মাধ্যমে৷ তেমনিই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা রুকমা রায় তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেছেন৷ দেশের মাটি ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম মাম্পি৷ দেখে নিন সেই ভিডিও (viral video)৷
তাঁর প্রোফাইল থেকে শেয়ার হওয়া ভিডিওতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে সিরিয়ালের মূল চরিত্রাভিনেত্রী শ্রুতি দাসকে৷ সিরিয়ালে যাঁর নাম নোয়া৷
বিভিন্ন সময়ে গসিপ (gossip) থাকে অভিনেত্রীদের অনস্ক্রিন কেমিস্ট্রি যা খুশি থাকুক ক্যামেরার পিছনে তাঁদের সম্পর্ক মোটেই ভালো হয় না, কিন্তু জেনরেশন ওয়াইয়ের অভিনেতা - অভিনেত্রীরা এই সব প্রচলিত মিথ ভেঙে দিয়েছেন৷ তাই অফ ক্যামেরা নিজেদের ফাঁকা টাইমে ছোট্ট একটু আনন্দ করে নিতে ভোলেন না অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ৷ দেবদাস ছবির সুপারহিট গান ‘ডোলা রে ’ গানে নেচেছেন তাঁরা৷ সিনেমায় এই গানে নেচেছিলেন মাধুরী দীক্ষিত ও ঐশ্বর্য রাই ৷ বাংলার দুই তন্বী সুন্দরী অবলীলায় এই গানের সঙ্গে শরীরি মোচড়ে তুললেন তুফান৷