TRENDING:

প্রকাশ্যে রাখি সাওয়ান্তকে চুম্বন করে এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন মিকা সিং

Last Updated:

প্রায়ই বিভিন্ন অপ্রীতিকর কাণ্ডের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন কনট্রোভার্সি কিং মিকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ যৌন হেনস্থার ৷ কিন্তু বিতর্কপ্রিয় গায়ক মিকা সিংয়ের বিরুদ্ধে অভিযোগের তালিকাটা বেশ লম্বা ৷ প্রায়ই বিভিন্ন অপ্রীতিকর কাণ্ডের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন কনট্রোভার্সি কিং মিকা ৷
advertisement

গতকালই দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে মিকাকে ৷ অভিযোগ, ১৭ বছরের এক ব্রাজ়িলিয়ান কিশোরীকে কিছু আপত্তিকর ছবি পাঠান মিকা। ওই কিশোরী থানায় অভিযোগ জানায়। এরপরেই দুবাইয়ের একটি পানশালা থেকে মিকাকে আটক করে আবু ধাবি জেলে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

এর আগেও একবার এক চিকিৎসককে কষিয়ে চড় মারার পর অনেক জল ঘোলা হয়েছিল ৷ তবে রাখিকে চুম্বন করার পর যে পরিমাণ প্রচার (অপপ্রচার) তিনি পেয়েছিলেন, তা এক কথায় বিরল ৷ নিজের বার্থডে সেলিব্রেশনের মাছেই রাখি সাওয়ান্তকে জড়িয়ে ধরে প্রকাশ্যেই কিস করেছিলেন মিকা ৷ মুহূর্তের মধ্যে সেই ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পরে অবশ্য এ সাক্ষাৎকারে মিকা বলেছিলেন রাখিকে সঠিক শিক্ষা দিতেই এ কাজ করেছিলেন তিনি ৷ ওই পার্টিতে নাকি আমন্ত্রণ ছাড়াই চলে এসেছিলেন তিনি ৷ রাখির তৎকালীন বয়ফ্রেন্ড ছিল সঙ্গীত পরিচালক আশীষ শেরউড ৷ আশীষের সঙ্গে পার্টিতে এসে মিকার সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করছিলেন রাখি ৷ কেক কাটার পর তিনি হঠাৎই মিকার মুখে কেক মাখাতে এগিয়ে আসেন ৷ এতেই বাধা দিয়েছিলেন মিকা ৷ কিন্তু কথা শোনার পাত্রী রাখি নন ৷ রাখিকে বাধা দিতে গিয়েই সকলের সামনে তাঁকে কিস করেন মিকা ৷ এরপর অবশ্য ওই পার্টিতে মারধর, ঝামেলা সবই হয় ৷ মিকাকে আদালতের দরজা অবধি টেনে নিয়ে গিয়েছিলেন রাখি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রকাশ্যে রাখি সাওয়ান্তকে চুম্বন করে এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন মিকা সিং