TRENDING:

Sonu Sood: পদ্মবিভূষণ পরের কথা, ১৩৫ কোটি মানুষেরই ভালবাসাই যেথষ্ট! বিনয়ী সোনু সুদ

Last Updated:

এক ভক্ত ট্যুইটারে লিখলেন যে সোনু সুদকে ভারত সরকার পদ্মবিভূষণে ভূষিত করুক৷ তিনি এর সমর্থন চাইলেন সকলের থেকে (Sonu Sood Padma awards)৷ তবে সোনুর উত্তর যেন এক ধাক্কাও আরও মানুষের মন ছুঁয়ে নিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সোনু সুদ, রিয়াল হিরো (Sonu Sood, Real Hero)৷ ২০২০র দেশে লকডাউনের সময় থেকে সাধারণ মানুষের জন্য অসম্ভব পরিশ্রম করে চলেছেন সোনু সুদ৷ অধিকাংশ ছবিতে তাঁকে ভিলেনের চরিত্রে দেখা গেলেও, বাস্তবে তিনিই হিরো রূপে ধরা দিয়েছেন৷ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন৷ তাঁদের সাহায্য করেছেন৷ তাই জনতার চোখে তিনিই সুপারহিরো৷ যিনি বাস্তবে কাজ করে চলেছেন দেশবাসীর জন্য৷ কোনও কিছুর বিনিময়ে তাঁর এই কাজ নয়৷ নিঃস্বার্থ ভাবেই অসহায় জনতার পাশে দাঁড়িয়েছেন সোনু৷ তাই এক লাফে সোনুর ভক্ত সংখ্যাও বেড়েছে বহুগুণ৷ সব সময়ই তিনি থাকেন খবরের শিরোনামে৷ এবার এক ভক্ত (যিনি নিজেও অভিনেতা)তাঁর জন্য পদ্ম সম্মানের দাবি জানালেন৷ তিনি ট্যুইটারে লিখলেন যে সোনু সুদকে ভারত সরকার পদ্মবিভূষণে ভূষিত করুক৷ তিনি এর সমর্থন চাইলেন খোদ সোনুর (Sonu Sood Padma awards)থেকে৷ তবে সোনুর উত্তর যেন এক ধাক্কাও আরও মানুষের মন ছুঁয়ে নিল৷ ভক্ত-অভিনেতার এই ট্যুইটের প্রেক্ষিতে সোনু লিখলেন, '১৩৫ কোটি মানুষের ভালবাসা পেয়েছি৷ এটাই তো আমার সবথেকে বড় সম্মান৷' উত্তরের মধ্যে ঝড়ে পড়ল একরাশ বিনয়৷
সোনু সুদ
সোনু সুদ
advertisement

সোনু নিজেও খুব সাধারণ জীবনযাপনে বিশ্বাসী৷ সব সময় সে কথা তিনি বলে এসেছেন৷ বহু জনপ্রিয় ছবিতে কাজ করেও মাটির কাছাকাছি রয়ে গিয়েছেন তিনি৷ তাই তো লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখে তাঁর মন কেঁদে ওঠে৷ তাড়াতাড়ি তাদের জন্য ব্যবস্থা করতে এগিয়ে আসেন তিনি৷ প্রচুর মানুষকে সাহায্যও করেন একা হাতে৷ এরপর থেকে তাঁর সেই কর্মসূচি চলছেই৷ কখনও বিদেশে আটকে পড়া ছাত্রদের আনতে বিমানের ব্যবস্থা করছেন তো কখনও করোনা রোগীর জন্য অক্সিজেনের ব্যবস্থা করছেন৷ অক্লান্ত পরিশ্রম করছেন সোনু৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

এর ফলেই তাঁকে বিশেষ সম্মান পাওয়া উচিৎ বলে মনে করেন অনেকেই৷ সংবাদ সংস্থা পিটিআই একটি ট্যুইট করে যে, কেন্দ্র সরকারের পদ্ম সম্মানের জন্য সাধারণ মানুষ নিজেদের মতামত জানাতে পারবেন৷ সময়সীমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত৷ অর্থাৎ পছন্দের যোগ্য প্রার্থীর নাম জানাতে পারবেন সাধারণ মানুষ৷ সেই ট্যুইটের উত্তরে অভিনেতা ব্রহ্মাজি (Brahmaji) পদ্ম সম্মানের জন্য নিজের পছন্দের প্রার্থীর নাম বেছেছেন৷ এবং তিনি সোনু সুদ৷ তবে সতীর্থের এই ট্যুইটে খুবই বিনয়ী উত্তর দিয়ে আবারও সকলের মন জিতে নিয়েছেন রিয়াল হিরো সোনু সুদ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonu Sood: পদ্মবিভূষণ পরের কথা, ১৩৫ কোটি মানুষেরই ভালবাসাই যেথষ্ট! বিনয়ী সোনু সুদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল