সোনু নিজেও খুব সাধারণ জীবনযাপনে বিশ্বাসী৷ সব সময় সে কথা তিনি বলে এসেছেন৷ বহু জনপ্রিয় ছবিতে কাজ করেও মাটির কাছাকাছি রয়ে গিয়েছেন তিনি৷ তাই তো লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখে তাঁর মন কেঁদে ওঠে৷ তাড়াতাড়ি তাদের জন্য ব্যবস্থা করতে এগিয়ে আসেন তিনি৷ প্রচুর মানুষকে সাহায্যও করেন একা হাতে৷ এরপর থেকে তাঁর সেই কর্মসূচি চলছেই৷ কখনও বিদেশে আটকে পড়া ছাত্রদের আনতে বিমানের ব্যবস্থা করছেন তো কখনও করোনা রোগীর জন্য অক্সিজেনের ব্যবস্থা করছেন৷ অক্লান্ত পরিশ্রম করছেন সোনু৷
advertisement
এর ফলেই তাঁকে বিশেষ সম্মান পাওয়া উচিৎ বলে মনে করেন অনেকেই৷ সংবাদ সংস্থা পিটিআই একটি ট্যুইট করে যে, কেন্দ্র সরকারের পদ্ম সম্মানের জন্য সাধারণ মানুষ নিজেদের মতামত জানাতে পারবেন৷ সময়সীমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত৷ অর্থাৎ পছন্দের যোগ্য প্রার্থীর নাম জানাতে পারবেন সাধারণ মানুষ৷ সেই ট্যুইটের উত্তরে অভিনেতা ব্রহ্মাজি (Brahmaji) পদ্ম সম্মানের জন্য নিজের পছন্দের প্রার্থীর নাম বেছেছেন৷ এবং তিনি সোনু সুদ৷ তবে সতীর্থের এই ট্যুইটে খুবই বিনয়ী উত্তর দিয়ে আবারও সকলের মন জিতে নিয়েছেন রিয়াল হিরো সোনু সুদ৷