শিল্পার স্বামী পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেফতার হন৷ হাজতবাসও করতে হয় তাঁকে৷ এরপর সপ্তাহখানেক তিনি মুক্তি পেয়েছেন বম্বে হাইকোর্টের নির্দেশে৷ এরপরও চলবে তাঁর জামিনের শুনানি৷ আর এই গোটা ঘটনায় মুখ পুড়েছে স্ত্রী শিল্পার৷ বিভিন্নভাবে তাঁকেও হেনস্থা করা হয়েছে, এমন অভিযোগ করেছেন অভিনেত্রী৷ পুলিশের কাছে জেরায় তিনি জানিয়েছিলেন যে, তাঁর স্বামী কোনও পর্নোগ্রাফি তৈরি করেননি৷ যা তৈরি হয়েছিল তা হল কামধর্মী ছবি৷ যা আকছাড় ওটিটি-তে দেখা যায়৷ এমনই দাবি ছিল শিল্পার৷ তবে স্বামী রাজের গ্রেফতারিতে তাঁর ইমেজও যে চরম ধাক্কা খেয়েছে, তা বলা যায়৷ যে কারণে শিল্পাও চলে গিয়েছিলেন সকলের চোখের আড়ালে৷
advertisement
তবে মাস খানেক পর তিনি ফিরে এলেন নাচে শোয়ের বিচারকের ভূমিকায়৷ এক প্রতিযোগীর জন্য তিনি কঞ্জক পুজোও করলেন শোয়ে৷ এবং এরপরই শিল্পা দিলেন উল্লেখযোগ্য বার্তা৷ শিল্পা লিখলেন, কোনও শক্তিই নারীর ক্ষমতাকে দমিয়ে দিতে পারে না৷ তাঁকে সমর্থন জানালেন অভিষেক বচ্চন,সুজান খান, জ্যাকলিন৷ সবাই তাঁর এই পোস্টে কমেন্ট করে বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা রয়েছেন শিল্পার পাশে৷