TRENDING:

লুলিয়ার সঙ্গে সম্পর্কে সিরিয়াস হচ্ছেন সলমন, বন্ধুরা বলছেন এমন কথাই

Last Updated:

লুলিয়া ভান্তুরের সঙ্গে সলমনের সম্পর্ক সব থেকে বেশিদিন টিকেছে ৷ মুখে কেউ কিছু না বললেও , সম্পর্কের গভীরতা বুঝতে কারো কোন সমস্যা হয় না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লুলিয়া ভান্তুরের সঙ্গে সলমনের সম্পর্ক সব থেকে বেশিদিন টিকেছে ৷ মুখে কেউ কিছু না বললেও , সম্পর্কের গভীরতা বুঝতে কারো কোন সমস্যা হয় না ৷ একসঙ্গে পার্টি যাওয়া হোক বা অবসর কাটানো ৷ সলমন-লুলিয়াকে দেখা যাচ্ছে একসঙ্গেই ৷
advertisement

রেস থ্রির শ্যুটিং-এ ব্যস্ত সলমন ৷ তার মধ্যেই বন্ধু সময় বের ইলির সঙ্গে দেখা করলেন তিনি ৷ তবে সেখানেও উপস্থিত লুলিয়া ৷ ইনস্টাগ্রামে একসঙ্গে ছবিও পোস্ট করলেন ইলি ৷ তাঁকে জড়িয়ে সলমন, পাশে হাসছেন ইলি ৷ বেশ কিছুক্ষণ সেই ছবি ইনস্টাতে ঘোরাঘুরি করলেও, পরে সেই ছবি সরিয়ে দেন ইলি ৷ আলাদা আলাদা ছবি পোস্ট করেন ৷ কেন এমন করলেন সলমনের বন্ধু ?

advertisement

দুজনের সঙ্গে ছবি সরিয়ে, শুধুমাত্র সলমনের সঙ্গে ছবি পোস্ট : ইনস্টাগ্রাম

ছবি :ইনস্টাগ্রাম

advertisement

আরও পডুন তিনি কী সত্যিই অন্তঃসত্ত্বা? উত্তর দিলেন ইলিয়ানা

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

হয়ত সলমনই মানা করেছেন ৷ এমনিতেই পরিবার নিয়ে বেশ পজেসিভ ভাইজান ৷ এখন লুলিয়াও তাঁর কাছে পরিবারের অঙ্গ ৷ তাই তাঁকে নিয়েও যখন তখন ছবি পোস্ট হয়ত পছন্দ করেন না সল্লু মিঞা ৷ আর মিঞার কথা তো মানতেই হবে ৷ তাহলে বুঝছেন তো, লুলিয়াকে কতটা কাছের মনে করেন সলমন ৷ লুলিয়ার সঙ্গে তাঁর সিরিয়াস সম্পর্ক, নিঃসন্দেহে ৷ এবার সেই সম্পর্ককে কবে সামাজিক স্বীকৃতি দেন সলমন খান, সেটার অপেক্ষা তো করতেই হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
লুলিয়ার সঙ্গে সম্পর্কে সিরিয়াস হচ্ছেন সলমন, বন্ধুরা বলছেন এমন কথাই