TRENDING:

লুলিয়ার সঙ্গে সম্পর্কে সিরিয়াস হচ্ছেন সলমন, বন্ধুরা বলছেন এমন কথাই

Last Updated:

লুলিয়া ভান্তুরের সঙ্গে সলমনের সম্পর্ক সব থেকে বেশিদিন টিকেছে ৷ মুখে কেউ কিছু না বললেও , সম্পর্কের গভীরতা বুঝতে কারো কোন সমস্যা হয় না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লুলিয়া ভান্তুরের সঙ্গে সলমনের সম্পর্ক সব থেকে বেশিদিন টিকেছে ৷ মুখে কেউ কিছু না বললেও , সম্পর্কের গভীরতা বুঝতে কারো কোন সমস্যা হয় না ৷ একসঙ্গে পার্টি যাওয়া হোক বা অবসর কাটানো ৷ সলমন-লুলিয়াকে দেখা যাচ্ছে একসঙ্গেই ৷
advertisement

রেস থ্রির শ্যুটিং-এ ব্যস্ত সলমন ৷ তার মধ্যেই বন্ধু সময় বের ইলির সঙ্গে দেখা করলেন তিনি ৷ তবে সেখানেও উপস্থিত লুলিয়া ৷ ইনস্টাগ্রামে একসঙ্গে ছবিও পোস্ট করলেন ইলি ৷ তাঁকে জড়িয়ে সলমন, পাশে হাসছেন ইলি ৷ বেশ কিছুক্ষণ সেই ছবি ইনস্টাতে ঘোরাঘুরি করলেও, পরে সেই ছবি সরিয়ে দেন ইলি ৷ আলাদা আলাদা ছবি পোস্ট করেন ৷ কেন এমন করলেন সলমনের বন্ধু ?

advertisement

দুজনের সঙ্গে ছবি সরিয়ে, শুধুমাত্র সলমনের সঙ্গে ছবি পোস্ট : ইনস্টাগ্রাম

ছবি :ইনস্টাগ্রাম

advertisement

আরও পডুন তিনি কী সত্যিই অন্তঃসত্ত্বা? উত্তর দিলেন ইলিয়ানা

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

হয়ত সলমনই মানা করেছেন ৷ এমনিতেই পরিবার নিয়ে বেশ পজেসিভ ভাইজান ৷ এখন লুলিয়াও তাঁর কাছে পরিবারের অঙ্গ ৷ তাই তাঁকে নিয়েও যখন তখন ছবি পোস্ট হয়ত পছন্দ করেন না সল্লু মিঞা ৷ আর মিঞার কথা তো মানতেই হবে ৷ তাহলে বুঝছেন তো, লুলিয়াকে কতটা কাছের মনে করেন সলমন ৷ লুলিয়ার সঙ্গে তাঁর সিরিয়াস সম্পর্ক, নিঃসন্দেহে ৷ এবার সেই সম্পর্ককে কবে সামাজিক স্বীকৃতি দেন সলমন খান, সেটার অপেক্ষা তো করতেই হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
লুলিয়ার সঙ্গে সম্পর্কে সিরিয়াস হচ্ছেন সলমন, বন্ধুরা বলছেন এমন কথাই