এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঝড় উঠে গিয়েছে। নিক প্রিয়াঙ্কার রয়ায়নে মন মজেছে নেট নাগরিকদের। ফলস্বরূপ, একাধারে হার্ট ইমোজির পাশাপাশি পড়েছে লাইক ও কমেন্ট। একের পর এক প্রশংসিত মন্তব্য উঠে এসেছে তারকা দম্পতির পোস্টে। একজন লিখেছেন এটা একটা পাওয়ার কাপলের পরিচয়। আরেকজন লিখেছেন, তোমাদের দুজনকেই ভালোবাসি।
নিক এবং প্রিয়াঙ্কা দুজনেই এখন কাজে ব্যস্ত। তাই জন্য আপাতত কিছুদিনের জন্য দূরে দূরে রয়েছেন। নিয়ম করে সোশ্যাল মিডিয়ায় একে অপরের জন্য থ্রোব্যাক পোস্ট করছেন। এছাড়াও দুজনেই সোশ্যাল মিডিয়ায় সুপার অ্যাক্টিভ। দৈননন্দিন জীবনের নানা মুহূর্তে তাঁদের অনুরাগীদের সঙ্গে ভাগ করে চলেছেন।
advertisement
নিক প্রিয়াঙ্কা ২০১৮ সালের ডিসেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের অনুষ্ঠান হয় রাজস্থানের উমেদ ভবন প্যালেসে (Umaid Bhawan Palace)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবার সহ নিকট আত্মীয়রা। বিয়ের অনুষ্ঠান হিন্দু এবং ক্রিস্টান দুই রীতি মেনেই হয়েছিল।
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া, উইম্বলডন উইমেন্স সিঙ্গেল ফাইনাল দেখতে গিয়েছিলেন। সেই ফাইনালে সারা বিশ্বের বড় বড় সেলিব্রিটিরা উপস্থিত ছিল। প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন সমাজকর্মী নাতাশা পুনাওয়ালা (Natasha Poonawala) এবং জেমস জি বোল্টার (James G Bolter)। সেই সব ছবি প্রিয়াঙ্কা Instagram এ শেয়ার করেছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন উইম্বলডনে কাটানো দারুন একটা সপ্তাহ।