সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সরাসরি কথোপকথনের ট্রেন্ড চলছে৷ সেখানে সরাসরি তারকাদের যে কোনও প্রশ্ন করতে পারেন ফ্যানরা৷ আর সব কিছুই উত্তর দেন তারকারাও৷ এমনই এক চ্যাট চলার সময় পরিণীতি চোপড়ার কাছে প্রশ্ন আসে রণবীর সিং-এর ব্যাপারে৷ এবং এই ভক্তকে উত্তরে কী জানিয়েছিলেন পরিণীতি, তা জানা উচিৎ সকলের৷ তিনি সরাসরি সেই প্রশ্ন জিজ্ঞাসা করেন রণবীরকেও৷ এবং বলেন খবরের সত্যতা জানাতে৷ তবে রণবীর কিছু এখনও জানাননি৷
advertisement
সম্প্রতি রণবীর সিং-এর মায়ের জন্মদিনে একসঙ্গে দেখা গিয়েছিল দীপিকা-রণবীরকে৷ একসঙ্গেই শাশুড়ির জন্মদিন উদযাপন করেছেন তাঁরা। এই উপলক্ষে, রণবীর তাঁর মায়ের জন্য একটি জন্মদিনের গানও গেয়েছিলেন।
অন্যদিকে আসক মি এনিথিং-এ (Ask me Anything with Parineeti Chopra) আর এক ভক্ত পরিণীতি চোপড়াকে বলেছিলেন যে তাঁকে শ্রদ্ধা কাপুরের মতো দেখাচ্ছে। ভক্ত লিখেছেন, "তোমাকে এবং শ্রদ্ধা কাপুরকে বোনের মতো দেখাচ্ছে!" যার উত্তরে পরিণীতি বেশ মজাই করেছিলেন! এবং শ্রদ্ধা ও তাঁর ভাইকে ট্যাগ করে লিখেছিলেন যে তিনি শ্রদ্ধার ভাইয়ের জায়গা নিচ্ছেন! এভাবে ভক্তদের সঙ্গে বেশ মজা করেন অভিনেত্রী৷
সম্প্রতি পরিণীতি চোপড়াকে 'সাইনা' (Saina Film) ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি ছিল ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিক। পরিণীতিকে ছবিতে প্রধান চরিত্রে ছিলেন৷