TRENDING:

Ranveer Singh: বাবা হলেন রণবীর সিং? স্ত্রী দীপিকা নয়, পরিণীতিকে পড়তে হল প্রশ্নের মুখে

Last Updated:

রণবীরের (Ranveer Singh) বাবা হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বণবীর সিং বাবা হলেন (Ranveer Singh becomes father)? দীপিকাকে (Deepika Padukone) নয়, প্রশ্ন ছোড়া হল পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) কাছে! যা নিয়ে একেবারে মাথা ঠাণ্ডা রেখে পরিণীতিও সেই একই প্রশ্ন ছুঁড়ে দিলেন রণবীরের কাছে! সম্প্রতি দীপিকা-রণবীরের (Deepika-Ranveer)জীবনে নতুন অতিথি আসা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ সকলেই এই প্রশ্ন করছেন যে দীপিকা কি গর্ভবতী (Deepika Padukone pregnant)? রণবীর সিং কি বাবা হতে চলেছেন? একই ভাবে পরিণীতির কাছে আসা প্রশ্নেও সেই বিষয়টি উঠে এসেছে৷
advertisement

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সরাসরি কথোপকথনের ট্রেন্ড চলছে৷ সেখানে সরাসরি তারকাদের যে কোনও প্রশ্ন করতে পারেন ফ্যানরা৷ আর সব কিছুই উত্তর দেন তারকারাও৷ এমনই এক চ্যাট চলার সময় পরিণীতি চোপড়ার কাছে প্রশ্ন আসে রণবীর সিং-এর ব্যাপারে৷ এবং এই ভক্তকে উত্তরে কী জানিয়েছিলেন পরিণীতি, তা জানা উচিৎ সকলের৷ তিনি সরাসরি সেই প্রশ্ন জিজ্ঞাসা করেন রণবীরকেও৷ এবং বলেন খবরের সত্যতা জানাতে৷ তবে রণবীর কিছু এখনও জানাননি৷

advertisement

রণবীর সিং বাবা হলেন! এমন প্রশ্ন

সম্প্রতি রণবীর সিং-এর মায়ের জন্মদিনে একসঙ্গে দেখা গিয়েছিল দীপিকা-রণবীরকে৷ একসঙ্গেই শাশুড়ির জন্মদিন উদযাপন করেছেন তাঁরা। এই উপলক্ষে, রণবীর তাঁর মায়ের জন্য একটি জন্মদিনের গানও গেয়েছিলেন।

অন্যদিকে আসক মি এনিথিং-এ (Ask me Anything with Parineeti Chopra) আর এক ভক্ত পরিণীতি চোপড়াকে বলেছিলেন যে তাঁকে শ্রদ্ধা কাপুরের মতো দেখাচ্ছে। ভক্ত লিখেছেন, "তোমাকে এবং শ্রদ্ধা কাপুরকে বোনের মতো দেখাচ্ছে!" যার উত্তরে পরিণীতি বেশ মজাই করেছিলেন! এবং শ্রদ্ধা ও তাঁর ভাইকে ট্যাগ করে লিখেছিলেন যে তিনি শ্রদ্ধার ভাইয়ের জায়গা নিচ্ছেন! এভাবে ভক্তদের সঙ্গে বেশ মজা করেন অভিনেত্রী৷

advertisement

সম্প্রতি পরিণীতি চোপড়াকে 'সাইনা' (Saina Film) ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি ছিল ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিক। পরিণীতিকে ছবিতে প্রধান চরিত্রে ছিলেন৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranveer Singh: বাবা হলেন রণবীর সিং? স্ত্রী দীপিকা নয়, পরিণীতিকে পড়তে হল প্রশ্নের মুখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল