আরও পড়ুন Aamir Khan Bodyguard salary: আমির খানের বডিগার্ডের বেতন শুনলে চোখ কপালে উঠবে!
স্বামীকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra wishes husband Nick Jonas on his birthday) জোনস লিখেছেন, আমার জীবনের ভালবাসা৷ সব থেকে সহৃদ এবং সহানুভূতিশীল ব্যক্তিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা৷ আমি তোমায় ভালবাসি, বেবি৷ তোমার মতো তুমি, তার জন্য ধন্যবাদ৷ এভাবে স্বামীর জন্মদিনে নিককে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা৷
advertisement
লন্ডনে কাজ ছিল নায়িকার (Priyanka Chopra Jonas)৷ তার মধ্যে নিকের জন্মদিন পালন করতে তিনি আমেরিকায় উড়ে আসেন৷ জেকেএফ বিমানবন্দরে তাঁকে দেখা গিয়েছিল বুধবার৷ একটি নামী ব্র্যান্ডের সোয়েট শার্ট পরে ছিলেন তিনি৷ তাঁর এয়ারপোর্ট লুক নিয়ে দারুণ চর্চা হয়৷ তিনি ফ্যাশন আইকন৷ তাই তো সব সময় তাঁর লুক নিয়ে চর্চাতেই থাকেন পিগি চপস৷ দেশের গন্ডি ছাড়িয়ে এখন তিনি বিশ্ব আইকনের খেতাব অর্জন করেছেন৷ অন্যদিকে নিজের ভাই কেভিন ও জো জোনাস নিয়ে গানের ট্যুরে ব্যস্ত ছিলেন নিকও (Nick Jonas)৷ সেই ছবিও খুব ভাইরাল হয়৷
তবে যতই ব্যস্ত থাকুন না কেন, নিজেদের (Nick-Priyanka) সঙ্গে সময় কাটাতে ভোলেন না নিক-প্রিয়াঙ্কা৷ কখনও সমুদ্র সৈকতে দেখা যায় দু’জনকে, কখনও আবার কোনও বাড়িতেই থেকে একান্তে সময় কাটাতে পছন্দ করেন তারকা দম্পতি৷
প্রিয়াঙ্কা চোপড়ার শেষ মুক্তি প্রাপ্ত ছবি দা হোয়াইট টাইগার৷ তাঁর বিপরীতে ছিলেন রাজকুমার রাও, আদর্শ গৌরব৷ ছবিটি অস্কার ২০২১ সেরা অডপটেড স্ক্রিনপ্লে বিভাগে মনোনীত হয়৷ যদিও অ্যান্থনি হপকিন্সের ফাদার ছবিটি এই বিভাগে জয় পায়৷ আপাতত প্রিয়াঙ্কা ব্যস্ত সিটাডেল ছবি নিয়ে৷ ছবিটির পরিচালনায় দা রুসো ব্রাদার্স৷ টেক্স ফর ইউ এবং ম্যাট্রিক্স ৪-এ দেখা যাবে অভিনেত্রীকে৷