TRENDING:

Mithun Chakraborty: হঠাৎ বৌমার সঙ্গে দেখা করতে পৌঁছে গেলেন মিঠুন চক্রবর্তী, তারপর...

Last Updated:

বিয়ের আগে মিঠুন চক্রবর্তীর পুত্র মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: TRP রেটিং-এ একেবারের উপরের দিকে রয়েছে অনুপমা(Anupamaa) ধারাবাহিক৷ গল্পের নানা বাঁকে এগিয়ে চলছে গল্প৷ যা খুবই পছন্দ হচ্ছে দর্শকদের৷ তাই লাগাতার দারুণ টিআরপি আসছে অনুপমার৷ তবে তার মধ্যে এল আরও এক বড় চমক৷ ধারাবাহিকের সেটে হাজির সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)! বৌমা মদলসা শর্মার( Madalsa Sharma) সঙ্গে দেখা করতে সেটে হাজির মিঠুন৷ তাই ধারাবাহিকের ভক্তদের জন্যও থাকল দারুণ উপহার৷
advertisement

মিঠুন পুত্র মিমোর (Mithun Chakraborty Daughter-in-Law)সঙ্গে বিয়ে হয়েছে মদলসা শর্মার৷ তিনি আবার অনুপমা ধারাবাহিকে কাব্যার চরিত্রে অভিনয় করেন৷ তাঁর সঙ্গে দেখা করতেই মিঠুন পৌঁছে গেলেন শ্যুটের সেটে৷ আর তাঁকে দেখে অন্যান্য অভিনেতারাও উচ্ছ্বসিত৷ সকলে মিঠুনের সঙ্গে ছবি তুললেন৷ একেবার দল বেঁধে উঠল মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবি৷ যা শেয়ার করাী হল অনুপমা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ডিরেক্টরস কাট-র সোশ্যাল মিডিয়ায়৷ এবং সেখানে মিঠুন চক্রবর্তীকে ধন্যবাদ জানানো হল এভাবে সেটে এসে সকলের সঙ্গে আন্তরিকার সঙ্গে বসে ছবি তোলার জন্য৷

advertisement

এই ধারাবাহিকের দুই অভিনেতা রুপালি গঙ্গোপাধ্যায় ও শুধাংশু পান্ডের মধ্যে কিছু সমস্যা সামনে এসেছিল৷ এর ফলে ধরাবাহিকের অভিনেতা-অভিনেতারাও দুটি ভাগে বিভক্ত হয়ে যান৷ এক দলে ছিলেন রুপালি, আশিষ মলহোত্রা, আল্পনা বুচ, মুসকান বাম্নে৷ অন্য দলে ছিলেন শুধাংশু পান্ডে, পরাস কলনাওয়াত, মদলাসা শর্মা, অনঘা ভোঁসলে৷ যদিও তাঁর নামে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন শুধাংশু৷

advertisement

অন্যদিকে বিয়ের আগে মিঠুন চক্রবর্তীর পুত্র মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল৷ তবে আপাতত মদলসা শর্মার সঙ্গে বিয়ে করে সুখেই রয়েছেন তিনি৷ বিয়ের আগে মিমোকে নিয়ে এই সব অভিযোগ কোনও প্রভাব ফেলেনি তাঁদের বিয়েতে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithun Chakraborty: হঠাৎ বৌমার সঙ্গে দেখা করতে পৌঁছে গেলেন মিঠুন চক্রবর্তী, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল