পর্নোগ্রাফি তৈরি ও তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শিল্পা শেট্টি কুন্দ্রার (Shilpa Shetty Kundra) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পর্নোগ্রাফি তৈরি করতেন এবং তা অ্যাপ বা বেশ কিছু নির্দিষ্ট OTT প্লাটফর্মের মাধ্যমে সম্প্রচার করতেন। তার মধ্যে একটি OTT প্ল্যাটফর্মের নাম ইতিমধ্যে জানতে পেরেছে পুলিশ। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, পর্নোগ্রাফি তৈরি করে এবং তা বিক্রি করে কোনও কোনও মাসে ৬০ লাখ টাকা পর্যন্ত আয় করেছেন তিনি। সেই প্রসঙ্গেই জানতে চাওয়া হয়েছিল মিকা সিংয়ের কাছে।
advertisement
জানা গিয়েছে, রাজ কুন্দ্রার একটি অ্যাপ দেখেছিলেন মিকা সিং। এমনকী রাজ কুন্দ্রাকে 'ভালো ছেলে' বলেও সার্টিফিকেট দেন মিকা।
গতকাল পাপাৎরাজিদের এই সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে মিকা সিং বলেন, “কী হবে তা জানতে চেয়ে আমিও তো অপেক্ষা করছি। দেখা যাক। যা হবে তা ভালোই হবে। ওর অ্যাপ সম্পর্কে আমি তেমন বেশি কিছু জানি না। আমি একটা অ্যাপ দেখেছি। ওটা একদম সাধারণ অ্যাপ ছিল। ওর ভিতর এমন কিছু ছিল না। সুতরাং ভালো কিছু হওয়ার আশা করছি আমি।”
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি মনে করি রাজ কুন্দ্রা একজন খুব ভালো ছেলে। এখন এটাই দেখার কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। সেটা আদালতই বলে দেবে।
শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে যে যে ধারায় গ্রেফতার করা হয়েছে সেগুলি হল, ভারতীয় দণ্ডবিধির (IPC) ৪২০ (প্রতারণা), ৩৪, ২৯২ এবং ২৯৩।
কোন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল রাজ কুন্দ্রাকে?
এবিষয়ে মুম্বই পুলিশের কমিশনার জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজের বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়ে। ওই অভিযোগে বলা হয় রাজ পর্নোগ্রাফি তৈরি করেন এবং তা বিভিন্ন অ্যাপে প্রকাশ করেন। সেই অভিযোগে ভিত্তিতে চলতি মাসের ১৯ তারিখ তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে যাবতীয় তথ্যপ্রমাণ জোগাড় করার পরেই গ্রেফতার করা হয়।
পাশাপাশি জানা গিয়েছে, রাজের সংস্থা Arms Prime Pvt Ltd বিভিন্ন পর্নোগ্রাফি অ্যাপ তৈরি করত। যার মাধ্যমে পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হত নেটমাধ্যমে।