TRENDING:

বয়ফ্রেন্ডের শরীরের ওপর উঠল-নামল শরীর!এ কেমন খেলায় মাতলেন মিঞা খলিফা, মুহূর্তে ভাইরাল ভিডিও

Last Updated:

শরীর যেন চাবুকের মতোই নমনীয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মিঞা খলিফা - নামটা বললেই আর পরিচিত দেওয়ার প্রয়োজন থাকে না ৷ তিনি প্রাপ্তবয়স্ক বিনোদন দুনিয়ার বেতাজ সম্রাজ্ঞী ৷ তিনি নীল ছবির দুনিয়ায় পরিচিত মুখ হওয়ার সুবাদে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তার ফ্যান ফলোয়ারের সংখ্যাও প্রচুর ৷
advertisement

মিঞা খলিফার শরীরি জাদুতে মজে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা দর্শক ৷ আর নিজের ফ্যানদের নিরাশও করেন না তিনি ৷ চাবুকের মতো শরীরের খোলামেলা প্রর্দশনে তিনি একেবারে একনম্বরে৷ নিজের উদ্ভিন্ন যৌবন চাপা দেওয়ার কোনও চেষ্টাই করেন না মিঞা খলিফা ৷ শরীর চুঁইয়ে পড়ে যৌন আবেদন ৷ যার হাতছানি অস্বীকার করে সাধ্য কার ৷ শুধু সৌন্দর্য্য -লাস্যেই নয়, শরীরি বিভঙ্গেও তার জুড়ি মেলা ভার ৷

advertisement

লেবানিজ-মার্কিন অভিনেত্রী মিঞা খলিফা চেনেন না এমন ব্যক্তি আছেন কিনা তা বোধহয় হাতে গোনা৷ সারা পৃথিবী যেখানে করোনা জ্বরে কাতর তখনও মিঞার ফ্যানরা তাঁর একটি ফটোও মিস করতে চান না ৷এরমধ্যে কমলা টু পিসে সমুদ্রের পাড়ে বসে থাকা নিজের এই ছবি পোস্ট করে খলিফা লিখেছেন, ‘বাইরে খুশি থাকি, ভিতরেও খুশি আছি, আমি কাউকে রোগ ছড়িয়ে দিচ্ছি না৷ ’ কোয়ারেন্টাইনে থাকাকালীন এমনটাই লিখেছিলেন মিঞা খালিফা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এবার সেই কোয়ারেন্টাইন পিরিয়ডেই নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে দারুণ চনমনে এক ভিডিও প্রকাশ করলেন পর্ন দুনিয়ার বেগম৷ গোটা ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে নিজের বয়ফ্রেন্ডের গায়ের একদিক থেকে অন্যদিকে মাটিতে পা না রেখেই চলে যাচ্ছেন সুন্দরী ৷ শরীরের বিভিন্ন অঙ্গ ছুঁয়ে শরীরি কসরত মন ছুঁয়েছে ফ্যানদেরও ৷ইতিমধ্যেই ভিডিওটি একটি মাত্র হ্যান্ডেল থেকেই ৩০ লক্ষ ভিউ হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বয়ফ্রেন্ডের শরীরের ওপর উঠল-নামল শরীর!এ কেমন খেলায় মাতলেন মিঞা খলিফা, মুহূর্তে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল