বৈশাখী সাহা নামের ভদ্রমহিলার প্রোফাইল রয়েছে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে৷ তিনি দেশে বিদেশের বিভিন্ন ইভেন্টে পারফর্ম করেন৷ যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে লজ্জা ছবির গানে নাচা হচ্ছে৷
বলিউডে মাধুরী-মণীষাকে এক ফ্রেমে প্রথম দেখা গিয়েছিল এই লজ্জা ছবিতেই৷ আর অলকা ইয়াগনিকের গাওয়া গানে কামাল পারফম্যান্স ছিল মাধুরীর৷ আর তাতে তালে তাল মিলিয়েছিলেন মণীষা কৈরালাও৷ দেখে নিন সেই সুপার ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
এই ভিডিওতে শুরুতে ভদ্রমহিলা ইংরাজিতে কথা বলছেন তারপর দর্শকদের বেশিরভাগ স্প্যানিশে স্বচ্ছন্দ্য হওয়ায় হিন্দি গানের কথাগুলি তিনি স্প্যানিশে বলে তারপর নাচ শুরু করেছেন৷
অদ্ভুত সাবলীলতায় নাচ আসলে দর্শকদের মন জিতে নেওয়ায় এই ভিডিও এখন দেশকালের গণ্ডি অতিক্রম করে বিভিন্ন ভাষার দর্শকদের মনই জয় করে নিয়েছে৷
যদিও ভিডিওটি ২০১৫ সালের ৷ কিন্তু এখনও এই ভিডিও-র জনপ্রিয়তা অত্যন্ত বেশি হয়ে ভিডিওটিকে ভাইরাল করে তুলেছে৷
