সেখানে কঙ্গনা (Kangana Ranaut dance) ভাইয়ের বন্ধুদের সঙ্গে একেবারে ধামাল ডান্সে মেতেছেন৷ সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ কঙ্গনা৷ বিভিন্ন ইস্যুতে নিজের স্পষ্ট মতামত দিতে দ্বিধা করেন না তিনি৷এছাড়াও ফ্যানদের জন্য নিজের ছবি, ভিডিও-য় পোস্ট করেন৷ এখন বলিউডের কুইন সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের বিয়ের একটা ডান্স ভিডিও পোস্ট করেছেন৷ তিনি লিখেছেন এই ধামাল তিনি মিস করছেন৷
advertisement
Major missing my brother’s squad... throwback to Aksht’s wedding, অর্থাৎ ভাইদের স্কোয়াডকে মিস করছি, অক্ষতের বিয়ের থ্রো ব্যাক৷ এই ভিডিওতে বার কাউন্টারের সামনে একদল ছেলের সঙ্গে দেদার নাচ করছেন কঙ্গনা৷ সকলেই রাজস্থানী গানের সঙ্গে জোরদার ঠুমকা লাগাচ্ছেন৷ কঙ্গনার পরণে কালো ট্র্যাডিশানাল সালওয়ার কামিজ৷
এই ভিডিওতে কঙ্গনার নাচ তাঁর ফ্যানরা জবরদস্ত পছন্দ করছেন৷ কঙ্গনার ভাই অক্ষত উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করেছেন৷ সেখানে আগত অতিথিদের জন্য নৌবিহার সহ একাধিক ফূর্তি আনন্দের ব্যবস্থা ছিল৷
করোনা সঙ্কট কালে ভাইয়ের বিয়ে দিয়েছিলেন কঙ্গনা৷ তাই তাঁর পরিবার ও কিছু বন্ধুবান্ধবই সামিল হয়েছিলেন এই বিয়ের অনুষ্ঠানে৷ করোনা প্রটোকল মেনে নিজের ভাইয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন এই নায়িকা৷ এই বিয়েতে তিনি তাঁর জন্য বিশেষ ভাবে তৈরি বাঁধনি লেহঙ্গা পরেছিলেন৷ ডিজাইনার অনুরাধা উকিল ১৪ মাস ধরে এই বিশেষ পোশাক তৈরি করেছিলেন৷ এই লেহঙ্গার দাম ১৬ লক্ষ টাকা৷