বুমরাহ ও সঞ্জনা বিয়ের খবরের মধ্যেই একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল (Viral Video) হয়েছে৷ আর এই ভিডিওতে সকলেই তাঁদের বিয়ে হওয়ার আগেই অগ্রিম আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন৷
স্পোর্টস ওয়েবসাইট স্পোর্টস কীডা -র খবর অনুযায়ি সঞ্জনা আর জসপ্রীত বুমরাহের বিয়ে গোয়াতে হবে৷ সঞ্জনা আইপিএলের অ্যাঙ্করিং করে নজরে আসেন৷ ২০১৯ বিশ্বকাপেও তাঁকে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বভার সামলেছেন৷ এছাড়া ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী মডেলিংও করছেন৷ ২০১৪ মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছন তিনি৷ সঞ্জনা এম টিভির জনপ্রিয় অনুষ্ঠান স্পিলটসভিলাতেও অংশ নিয়েছেন৷ ২০১৩ তে সঞ্জনা ফেমিনা মিস গর্জাস পুরস্কার পান৷
advertisement
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে সঞ্জনা নিজের হবু বর বুমরাহের সাক্ষাৎকার নিচ্ছেন৷ এদিকে সঞ্জনার আগেও বুমরাহের সঙ্গে নাম জড়িয়েছে অন্য মহিলার৷ তেলেগু ছবির অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণের সঙ্গে তাঁর গুপচুপ সম্পর্কের কথা শোনা গিয়েছিল৷ অনুপমা কয়েকদিন আগেও গুজরাতে গিয়েছিলেন৷ তার ফলে বুমরাহের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে এরকম একটা সম্ভবনাও তৈরি হয়েছিল৷ কিন্তু অনুপমার মা সেই গসিপে জল ঢেলে দেন৷ তিনি জানিয়েছিলেন শ্যুটিংয়ের কারণে অনুপমা গুজরাতে গিয়েছিলেন৷ তিনি জানিয়ে দেন তাঁর মেয়ে বুমরাহকে বিয়ে করছেন না৷
এদিকে অনুপমা -র নাম বুমরাহের পাত্রী তালিকা থেকে সরে যাওয়ার পর সঞ্জনার নাম সামনে আসে৷ সঞ্জনা আইপিএলের সময় কেকেআর ডায়ারিজ নামে শো করতেন , ২০১৬ তেও তিনি কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন আর নাইট ক্লাব নামের শো হোস্ট করতেন৷