এলিয়েট বলছেন যে, "অবশেষে নিজের মতো করে বাঁচতে পারছি৷ এটা ভেবেই আমি উৎফুল্ল৷ আমার নিজেস্ব স্বত্তাকে সামনে আনতে পেরে আমি শান্তি পেয়েছি৷ অন্য কোনও পরিচয়ে জীবনে বেঁচে থাকা খুবই কঠিন৷ আমি বহু মানুষকে অনুপ্রারণিত করতে পেরেছি৷ সমাজের ভয়ে যাঁরা নিজেদের পরিচয় গোপন করে থাকেন,আশা করব তাঁরা আমায় দেখে এগিয়ে আসার সাহস দেখাবেন৷ যাঁরা আমায় সাহস জুগিয়েছেন, এগোনের পথ দেখিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ৷ এই পৃথিবী সকলের জন্য, সবাই নিজের মতো করে বাঁচুন, এটাই কাম্য''৷
advertisement
অ্যালেন পেজ নাম বদলে কানাডার এই অভিনেতা-প্রযোজক এখন এলিয়ট পেজ নামে পরিচিত৷ এলিয়টের এই পদক্ষেপের পর শুভেচ্ছার বন্যায় ভাসছে তাঁর সোশ্যাল পেজগুলি৷ তাঁকে সমর্থন করেছেন প্রচুর মানুষ৷ এলিয়টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে LGBTQ কমিউনিটির সদস্যরা৷ নেটিজেনদের থেকে পেয়েছেন অসংখ্য অভিনন্দন৷
