তাই সময় থাকতে থাকতেই বলিউডের এই কয়েকটি প্রেমনিবেদনের দৃশ্যে চোখ রাখা যাক! যা নতুন করে মনের কথা স্পষ্টাস্পষ্টি বলে দেওয়ার সাহস জোগাবে!
জন্নত (Jannat)
নব্বইয়ের দশকের অনেকেই এখনও ইমরান হাশমির (Emraan Hashmi) এই ছবিটার কথা ভুলে যাননি। এই ছবিতে নায়কের অভিনয় করা চরিত্রটির নাম অর্জুন। আর নায়িকার নাম জোয়া। আমরা দেখেছি যে একটা গাড়ি নিয়ে অর্জুন পিছু ধাওয়া করেছিল জোয়ার। থামিয়েছিল জোয়ার গাড়ি। তার পর পথের মাঝেই হাঁটু মুড়ে বসে নিজের মনের কথা জানিয়েছিল। নানা ছবিতে এই দৃশ্য ঘুরেফিরে এসেছে, ভবিষ্যতেও আসবে। কেন না, ভালোবাসার এই সাবেকি ধরন আজও সমান প্রাসঙ্গিক!
advertisement
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (Ye Jawani Hai Deewani)
রণবীর কাপুর (Ranbir Kapoor) ওরফে বানি আর দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ওরফে নয়নার এই প্রেমকাহিনি এখনও মন ভালো করে দেয়! ছবির একেবারে শেষে বানি ফিরে এসেছিল নয়নার কাছে। নয়না দরজা খুলতেই হাতে ধরিয়ে দিয়েছিল বেলুন আর আংটি। আংটিটা এমন কিছু দামি ছিল না, দামি ছিল কেবল ভালোবাসা। তাই যাঁরা ভাবছেন দেরি হয়ে গেল, তাঁদের একটাই কথা বলবে এই ছবির দৃশ্য- শেষ পর্যন্ত মনের কথা মনে পুষে না রাখাই ভালো!
ওয়েক আপ সিড (Wake Up Sid)
কে বলেছে, প্রোপোজটা সব সময়ে শুধু ছেলেদেরই করতে হবে? এই ছবিতে কঙ্কনা সেনশর্মা (Konkona Sen Sharma) ওরফে আয়েষা কী ভাবে রণবীর কাপুর ওরফে সিডকে প্রেমের কথা জানিয়েছিল, তা একবার দেখে নিতে পারেন ভিডিওতে। যা নিঃসন্দেহে অনেক মেয়েকেই অনুপ্রেরণা জোগাবে!
ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া (Maine Pyaar Kyu Kiya)
হতেই পারে, কোনও একটা সময়ে এসে মনে হয়েছে ভালোবাসার সম্পর্কটা বড় জটিল হয়ে গিয়েছে! এক্ষেত্রে সলমন খান (Salman Khan) ওরফে সমীর তার লেডিলাভ সুস্মিতা সেন (Sushmita Sen) ওরফে নয়নার জন্য যা করার সাহস দেখিয়েছিল, তা একবার দেখে নিন ভিডিওয়- সব দ্বিধা মন থেকে দূর হয়ে যাবে!