ফটোতে ইয়ামি লাল রঙের বেনারসি শাড়ি পরেছেন৷ তাঁর সঙ্গে ভারী গয়না পরেছেন৷ এই ফটো নিয়ে সবচেয়ে বেশি কথা চলছে কারণ এতে তাঁর সিঁথি ভর্তি সিঁদুর রয়েছে পাশাপাশি গলায় মঙ্গলসূত্র রয়েছে৷ ইয়ামি -র সিঁথির সিঁদুর কপাল অবধি চলে এসেছে৷ তাঁর অনেক গয়না -র মধ্যে একটা জিনিস খুবই উজ্জ্বল সেটা তাঁর গলার সুন্দর ছোট মঙ্গলসূত্র৷ এই ফটো শেয়ার করে তিনি গুজরাতি ও ইংরাজিতে ক্যাপশন লিখেছেন ৷
advertisement
ইয়ামি এই ছবি শেয়ার করতে গিয়ে স্বাগত করেছেন৷ ইয়ামি লিখেছেন , ‘চলুন বসন্ত মরশুমের স্বাগত করেছেন ’- এর আগে অভিনেত্রী প্রি ওয়েডিং সেরিমনি -র ছবি ছেয়ে আছে৷ তাঁর হলদির ছবিও একইরকমের মিষ্টি৷
বলার বিষয়ে, ইয়ামি নিজের বিয়ের ফাংশনে লাল রঙের পোশাক পরেছেন৷ প্রি ওয়েডিং সেরিমনিতেও তিনি লালেই সেজেছিলেন৷ লাল রঙ আসলে সোহাগের চিরাচরিত রঙ৷ তিনি পঞ্জাবি কায়দায় সুহাগ চূড়া রয়েছে৷ ইয়ামি -র সমস্ত বন্ধুবান্ধব তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ কঙ্গনা রানউত, বিক্রান্ত মৈসি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷