TRENDING:

Deepika Padukone Ranveer Singh Buy luxurious Bungalow in Alibaug: স্ত্রীর ফ্ল্যাটে আর নয়, এবার কি আলিবাগে ২২ কোটির বাড়িতেই দীপিকাকে নিয়ে থাকবেন রণবীর?

Last Updated:

স্ত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) কেনা ফ্ল্যাটে বিয়ের পর থেকে থাকেন রণবীর সিং (Ranveer Singh)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রণবীর সিং-দীপিকা পাড়ুকোন (Ranveer Singh Deepika Padukone) কিনে ফেললেন নিজেদের স্বপ্নের বাড়ি! ২২ কোটি টাকা খরচ করে বিলাশবহুল বাংলো কিনলেন তারকা দম্পতি( luxurious Bungalow in Alibaug)৷ মুম্বই থেকে কিছুটা দূরে আলিবাগে বাড়ি কিনলেন তাঁরা৷ মূলত ছুটি কাটানোর জন্যই মুম্বই থেকে একটু দূরে, শান্ত পরিবেশে এই বাড়ি নিলেন তাঁরা৷ মোটের উপর বাড়ি কেনার কাজ শেষ হয়েছে৷ জানা গিয়েছে আলিবাগে যে সম্পত্তি কিনলেন তাঁরা, তাতে রয়েছে দুটি বিশাল বাংলো, সঙ্গে ছেয়ে রয়েছে প্রচুর নারকেল ও সুপুরি গাছ৷ একেবারে প্রকৃতির কোলে একান্তে সময় কাটাতে বা কখনও বন্ধুদের নিয়ে হৈহুল্লোড় করতেই আলিবাগে ২২ কোটি টাকার দারুণ বাড়ি কিনলেন দীপবীর (DeepVeer)৷
advertisement

আরও পড়ুন Bold Mouni Roy: শার্টের সবক’টা বোতাম খোলা,নেই অন্তর্বাস! ক্যামেরার সামনে অনায়াসে উপস্থিত অভিনেত্রী মৌনি রায়!

আপাতত তারকা দম্পতি থাকেন মুম্বইয়ে দীপিকার (Deepika Padukone) কেনা ফ্ল্যাটে৷ ২০১০-এ ৪ রুমের দারুণ সুন্দর ও বিলাশবহুল ফ্ল্যাটটি কেনেন দীপিকা পাড়ুকোন৷ বিয়ের পরে সেখানেই স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করেন রণবীরও (Ranveer Singh)৷ তবে শুধু আলিবাগ নয়, বেঙ্গালুরুতেও একটি বহুমূল্যের সার্ভিস অ্যাপার্টমেন্ট কিনছেন দীপিকা-রণবীর৷ এমনও শোনা গিয়েছে৷ একটি বহুতলে তাঁদের এই অ্যাপার্টমেন্টটির কাজ এখনও চলছে৷ যা হাতে পেতে এখনও কিছুটা দেরি রয়েছে বলেই অনুমান৷

advertisement

তবে আলিবাগের (Alibaug Bungalow Deepika Ranveer)  বাংলোর জন্য নির্দিষ্ট যা যা কাজ, তা শেষ হয়েছে৷ একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে, রেজিস্ট্রার অফিস থেকে বেরিয়ে আসছেন দু’জনে৷ দীপিকার হাত ধরে রয়েছেন রণবীর৷ দীপিকার পরনে সাদা টপ এবং রণবীর পরেছেন হাল্কা বেগুনি হুডি৷ সঙ্গে অবশ্যই মাস্ক পরেছেন তাঁরা৷ দীপিকার কাঁধে সুন্দর একটি ব্যাগ আর রণবীরের চোখে রোদচশমা, একেবার তাঁর স্টাইল মেনেই!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এর আগেই একটি ছবি পোস্ট করে দীপিকা (Deepika Padukone)৷ যেখানে দেখা যায় গাড়ির মধ্যে ঘুমন্ত রণবীরকে (Ranveer Singh)৷ আর দীপিকা লেখেন, সকালে উঠে এই ছবি দেখতে হয় আমায়! এই পোস্টের উত্তরও দেন স্বামী রণবীর৷ আপাতত রণবীর সিং অভিনীত ছবি 83 মুক্তি অপেক্ষায়৷ এই ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর৷ দীপিকা রয়েছেন কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায়৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone Ranveer Singh Buy luxurious Bungalow in Alibaug: স্ত্রীর ফ্ল্যাটে আর নয়, এবার কি আলিবাগে ২২ কোটির বাড়িতেই দীপিকাকে নিয়ে থাকবেন রণবীর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল