তবে কেউ যা করার কথা ভাবেন না, রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) সেটা করে দেখান। এক্ষেত্রেও তাই হয়েছে। এই বিষয়ে রাখিকে সাংবাদিকরা প্রশ্ন করলে রাখি স্পষ্ট জানান যে রাজ একজন নামী ব্যবসায়ী এবং শিল্পার স্বামী বলেই তাঁকে এত কিছু সহ্য করতে হচ্ছে। স্বামী গ্রেফতার হয়েছে বলে শিল্পাকে কেন রিয়েলিটি শোয়ের বিচারকের আসন হারাতে হবে সেই প্রশ্নও তোলেন রাখি। মনের কথা যে কোনও পরিস্থিতিতে কোনও কিছুর তোয়াক্কা না করে বলে দেওয়ায় রাখির জুড়ি নেই। রাজের কেস এখনও বিচারাধীন। ফলে অনেকেই যেখানে এই নিয়ে কথা বলতে বা মন্তব্য করতে ভয় পাচ্ছেন সেখানে রাখি তাঁর মতাদর্শে অটল।
advertisement
রাজের এই পর্ন কাণ্ড সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে অনেক ছোট-বড় অভিনেত্রীই বলতে শুরু করেছেন যে তাঁদের নানা ভাবে টোপ দেখিয়ে বা অন্য কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে পর্ন শুটিংয়ে বাধ্য করেছেন রাজ। আর এইখানেই ঘোরতর আপত্তি আছে রাখির। রাখির বক্তব্য হল এতদিন কেন এই অভিনেত্রীরা চুপ করে বসেছিলেন? তাছাড়া এই অভিনেত্রীরা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক, কেউ তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে পর্ন শুটিং করতে বলেনি, তাঁরা যা করেছেন নিজের ইচ্ছেতেই করেছেন, বলছেন রাখি। কে দোষী আর কে নিরপরাধ এই নিয়ে পূর্ণ তদন্তের দাবি করেছেন তাই বলিউডের আইটেম বম্ব!