আদা শর্মা ভারতীয় এই মার্শাল আর্টের অনুশীলন করছেন হলুদ শা়ড়িতে৷ চেনা ধরণে নয়, ধুতি স্টাইলে পরণে পরা শাড়ি৷ সমুদ্রের ধারে একেবারে ফাঁকাতে গভীর মনোসংযোগে অনুশীলন করছেন এই মার্শাল আর্ট৷ কিন্তু যদি ভাবেন এইখানেই শেষ তাহলে ভুল করেছেন৷ এই ভিডিও-র মজার এক পর্ব রয়েছে৷ দেখুন সেই ভিডিও৷
advertisement
এই মার্শাল আর্ট করার সময় হঠাৎই সি বিচে একদল পথ কুকুর চলে আসে৷ তারা আসায় নিজের হাতের লাঠিদুটো সরিয়ে রেখে একেবারে পশুপ্রেমে মাতেন সুন্দরী বলিউড অভিনেত্রী৷ তাঁদের একেবারে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তিনি৷ এই ভিডিও-র ক্যাপশনে তিনি লিখেছেন, “MondayMotivation – to make new friends (and then ditch your workout and hang with them)”- অর্থাৎ সোমবারের মোটিভেশন- নতুন বন্ধু করার জন্য (নিজের ওয়ার্কআউটকে বাদ দিন, তাদের সঙ্গে সময় কাটান)৷ সোশ্যাল মিডিয়ায় শুধু ফেসবুকে ইতিমধ্যেই এই ভিডিও ১৩ লক্ষ ভিউ হয়েছে৷