করোনা ভাইরাস (Coronavirus) -র ওপর নিয়ন্ত্রণ করার জন্য কোভিড ১৯ ভ্যাকসিন (Covid-19) ইতিমধ্যেই বাজারে এসে গেছে৷ স্বাস্থ্যকর্মীদের পর এখন সাধারণ মানুষও করোনা ভ্যাকসিন লাগাচ্ছেন৷ কিন্তু এখনও নতুন নতুন করোনার কেস সামনে আসছে৷ খবর পাওয়া গেছে রণবীর কাপুরও করোনার বিরুদ্ধে লড়াই করছেন৷ পিঙ্কভিলায় প্রকাশিত খবর অনুযায়ি এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন রণবীর কাপুর৷
advertisement
রণবীর কাপুরের অসুস্থ হওয়া নিয়ে ়যখন তাঁর কাকা রণধীর কাপুরের সঙ্গে কথা হয় তখন তিনি জানান, ‘‘রণবীরের শরীর ঠিক নেই৷ কিন্তু এটা জানা নেই এটা কোভিড না অন্যকিছু৷ ’’ এছাড়া তিনি জুড়ে দিয়েছেন এই মুহূর্তে তিনি শহরে নেই৷
এই খবর জানার পরেই ফ্যানদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে৷ যেহেতু এই মুহূ্র্তে আলিয়া ভাটকে নিয়েও তৈরি হয়েছে চিন্তা৷ পাশাপাশি চিন্তা থাকছে আয়ান মুখোপাধ্যায়কে৷ নিয়ে৷ কারণ সদ্য সদ্যই আয়ানের ছবি ব্রহ্মাস্ত্রের কাজ শেষ হয়েছে৷ আর ছবিতে একইসঙ্গে অভিনয় করেছেন রণবীর ও আলিয়া৷ সম্প্রতি তাঁরা মন্দিরে গিয়ে কালী মাতার আশিষ নিয়েছেন৷
এর আগে রণবীরের মা অভিনেত্রী নীতু কাপুরও ‘জুগ জুগ জিও’-র শ্যুটিংয়ের সময় করোনা ভাইরাসের শিকার হন৷ এই সময় তিনি ছাড়াও অভিনেতা বরুণ ধাওয়ানও করোনা পজিটিভ হয়েছিলেন৷ এদিকে এঁরা ছাড়াও বলিউডের অমিতাভ বচ্চন. অভিষেক বচ্চন, অর্জুন কাপুর, মালাইকা অরোরা -র মতো একাধিক তারকা করোনা আক্রান্ত হন৷
কাজের বিষয়ের কথা যদি হয় তাহলে রণবীর ও আলিয়া একইসঙ্গে ব্রহ্মাস্ত্রে কাজ করছিলেন৷ এই ছবিতে অমিতাভ বচ্চনও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন৷ পরিচালক আয়ান মুখোপাধ্যায় জানিয়েছেন এই ছবিটি তিনটি অংশে ভাগ করে শ্যুট হচ্ছে৷