অজয় দেবগণ (Ajay Devgn)যে বিশাল, বিলাসবহুল বাংলো কিনেছেন তার দাম ৬০ কোটি টাকা৷ জুহুতে এই বাংলো কিনেছেন তিনি৷ তাঁর বাড়ি শিবশক্তি থেকে খুব বেশি দূরে নয় এই বাংলো৷
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ি অজয় দেবগণের মুখপাত্র এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন৷ এই বিলাসবহুল বাংলোর দাম নিয়ে গুঞ্জন -ফিসফাস সবই চলছে৷ আন্দাজ করা হচ্ছে এই বাংলোর দাম ৬০ কোটি টাকা৷
advertisement
শোনা যায় গত বছর থেকেই অজয় দেবগণ ও কাজল গত এক বছর ধরে মনোমত একটা বাংলো খুঁজছিলেন৷ তাঁরা গতবছরের শেষে ৫৯০ স্কোয়ার গজের সম্পত্তিকে চূড়ান্ত দেন৷ কপোল কোঅপারেটিভ হাউসিং সোসাইটি ৭ মে বাংলো বিনা বীরেন্দ্র দেবগণ ওরফে অজয় দেবগণের নামে ট্রান্সফার করে দিয়েছে৷ অজয় দেবগণের প্রতিবেশী হিসেবে রয়েছে অক্ষয় কুমার, হৃত্বিক রোশন, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন৷ সম্প্রতি অমিতাভ বচ্চন একটি ৩১ কোটি টাকার অ্যাপার্টমেন্ট রয়েছে৷ মেগাস্টার ২০২০-র ডিসেম্বরে প্রপার্টি কিনেছেন৷ এটা ২০২১ এ এপ্রিল মাসে রেজিস্ট্রেশন করানো হয়৷ তার জন্য ৬২ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে৷