মঞ্চে করণের (Karan Johar) সঙ্গে কথোপকথনের সময় শমিতা বলেন, প্রতীকের লুক অনেকটা কোরিয়ান ইনফ্লুয়েন্সারদের মতো। আর তিনি কোরিয়ান ড্রামা দেখতে পছন্দ করেন। তবে যখন পার্টনার পছন্দ করার সময় আসে তখন শমিতা প্রতীককে এড়িয়ে যান। এতে বেজায় চটে যান প্রতীক। এরপরই সমিতা তাঁর উদ্দেশে বলেন, “তোমাকে কোরিয়ানদের মতো দেখতে, তবে তোমাকে আমি নির্বাচন করব না।”
প্রথম এপিসোডে, প্রতীক বলেন তিনি নিজে সব কাজ করবেন, যতক্ষণ না পর্যন্ত সকলের ডিউটি আলাদা হচ্ছে। এরপরই দিব্যার (Divya Agarwal) মনে হয় প্রতীক হয়তো এভাবে এক্সট্রা রেশন ব্যবহার করবে, যার ফলে বেশি খরচা হবে। আর যার ফলে সকলকে ভুগতে হতে পারে। ঝামেলার সূত্রপাত ঘটে যখন দিব্যা প্রতীককে বলে সকলের জন্য রুটি বানাতে। কিন্তু প্রতীক তাতে সরাসরি না বলে দেন। এরপরই প্রতীককে ব্যক্তিগত আক্রমণ করেন দিব্যা, আর বলেন তিনি এবং তাঁর বয়ফ্রেন্ড বরুণ সুদের (Varun Sood) জন্য প্রতীক আজ জনপ্রিয় হতে পেরেছেন। এটা শুনেই প্রতীক দিব্যাকে ফেক বলেন।
যা শোনার পর ঝগড়ার মাত্রা আরও বেড়ে যায়।