করণ জানিয়েছেন, এবারে বিগবসের থিম হবে “stay connected", মহিলা প্রতিযোগীরা তাঁদের পছন্দ অনুযায়ী একজন পুরুষ প্রতিযোগীকে পার্টনার হিসেবে সিলেক্ট করতে পারবেন। বিগ বস সূত্রে খবর, অভিনেত্রী সমিতার পছন্দ রাকেশ বাপাত, নেহা এবং মিলিন্দ, উর্ফি এবং জিশান নিজেদের মধ্যে পার্টনারশিপে রাজী। অন্যদিকে, মুস্কান এবং নিশান্ত, ভোজপুরী অভিনেত্রী অক্ষরা এবং প্রতীক, রিধিমা এবং করণ একে অপরকে পার্টনার হিসেবে বেঁছে নিয়েছেন।
advertisement
বিগ বস ১৫-তে সমিতার অংশগ্রহণে অনেকেই অবাক হয়েছেন। সমিতা এর আগে বিগবস ৩-এ অংশ নিয়েছিলেন। অন্যদিকে, পর্ণকাণ্ডে শিল্পার (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেফতার হওয়ার খবর এখনও প্রচারে রয়েছে। তাই সমিতা নিজেও যে অংশগ্রহণে খানিকটা দ্বিধাগ্রস্থ ছিলেন একথা জানিয়েছেন।
এবারে বিগ বসের শেষ প্রতিযোগী দিব্যা আগরওয়াল। দিব্যা দেরিতে অংশগ্রহণ করার কারণে কোনও কানেকশন বানাতে পারেননি। তাই দিব্যাকে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহের এভিকশনে নমিনেশনের জন্য।
বিগ বস ১৫-তে এবারে সব মুখই প্রায় দর্শকদের চেনা। বেশিরভাগ প্রতিযোগীরাই স্যোশাল মিডিয়া বা টিভির পরিচিত মুখ। সে কারণে আশা করা যাচ্ছে এবারের লড়াইটাও হবে জমজমাট। বিগ বস ১৫ দেখানো হবে সোম থেকে শুক্র সন্ধে ৭টায় এবং সপ্তাহের শেষে রাত ৮টায় Voot-এ।