তিনি আরও বলেন, “ছোট চুল ম্যানেজ করা খুবই সোজা বিষয়। আর এখন বাজারে অনেক রকমের পরচুলা পাওয়া যায়, তাই আমার কোনও চরিত্রের জন্য লম্বা চুলের প্রয়োজন হলে অসুবিধা হবে না। এমনকী আমার পরবর্তী ছবি মন খারাপে আমাকে ছোট চুলেই দেখতে পাবেন দর্শক। এই ছবিটি পরিচালনা করছেন পাভেল। আর এখনকার দিনে হেয়ার ড্রেসারদের কাছে নানা ধরনের লেটেস্ট স্টাইলের পরচুলাও থাকে, যার জন্য কোনও সমস্যার সৃষ্টি হয় না”।
মন খারাপ (Mon Kharap) ছবিতে ঋদ্ধি সেনের (Riddhi Sen) মায়ের চরিত্রে দেখা যাবে বিদীপ্তাকে। এই ছবি সম্পর্কে অভিনেত্রী বলেন, “১৯ জুলাই থেকে ছবিটির শুটিং শুরু হয়ে গিয়েছে। এই ছবির স্ক্রিপটা একেবারে অন্য ধরনের। যা এখনকার দিনের বাস্তবকে তুলে ধরবে”।
বর্তমানে অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী ব্যস্ত রয়েছেন তাঁর মেগা সিরিয়াল রিমিলি (Rimil) নিয়ে। যেখানে তাঁর চরিত্রের নাম তনিশা মুখার্জি। এই সিরিয়াল সম্পর্কে বলতে গিয়ে বিদীপ্তা বলেন, “দীর্ঘ সময় পর, আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করছি, তাই আমি দারুণ উৎসাহী। তনিশা চরিত্রটি পুরোপুরি নেগেটিভ না হলেও নেগেটিভ অভিনয়ের কিছু দৃশ্য থাকছে”।