আরও পড়ুন Radhe Shyam Teaser Out:"রোমিও প্রেমে জীবন দিলেও, আমি পারব না"! কিলার লুকে মন জয় প্রভাসের, দেখুন
এ দেশে ল্যাম্বরগিনি অ্যাভেন্টার রোডস্টারের দাম প্রায় ৫ কোটি ৭০ লক্ষ৷ বাবার জন্মদিনে নতুন অতিথিকে বাড়িতে নিয়ে আসেন স্বনামধন্য পুত্র প্রভাস৷ ইতিমধ্যেই এই গাড়ির সঙ্গে প্রভাসের ছবি ও ভিডিও শেয়ার করতে শুরু করেছেন ভক্তরা৷
advertisement
আপাতত রাধে শ্যাম ছবি মুক্তির অপেক্ষায় প্রভাসের৷ তাঁর বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে৷ প্রেমের গল্প রাধে শ্যামের টিজার রিলিজে প্রভাসের রোম্যান্টিক রূপে মুগ্ধ ভক্তরা৷ আদিপুরুষ ছবিতেও তাঁর কাজ শুরু হয়েছে৷ এই ছবিতে রয়েছেন কৃতি শ্যানন, সইফ আলি খান, সানি সিং৷ এই ছবিটির নির্দেশনায় তানাজি খ্যাত পরিচালক ওম রাউত৷ ছবিটি রামায়ণের গল্পের উপর তৈরি হচ্ছে এবং এখানে প্রভাসকে দেখা যাবে রাম চরিত্রে৷ অন্যদিকে KGF পরিচালক প্রশান্ত নীল ও পরিচালক নাগ অশ্বিনের সঙ্গে আরও কিছু ছবি নিয়ে কথা হচ্ছে তাঁর৷