TRENDING:

Aamir Khan: ১৫ বছরে বিবাদ বিচ্ছেদ, সন্তানদের বয়সের পার্থক্য ১৯ বছর! আমিরের 'ইমেজ' নিয়ে টানাটানি...

Last Updated:

বিবাহ বিচ্ছেদের পর আমিরের সন্তানদের (Aamir Khan 3 children) নিয়ে আলোচনা চলছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে মিস্টার পারফেকশনিস্ট হলেন আমির খান (Aamir Khan)৷ সম্প্রতি তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের (Aamir Khan-Kiran Rao) সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি নিয়মিত খবরের শিরোনামে। আমিরের ডিভোর্সের (Aamir Khan Divorce)খবর সবার কাছে খুবই আকস্মিক আসে৷ সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের বিবাহবিচ্ছেদ সম্পর্কে একটি বিবৃতি জারি করেন আমির-কিরণ। উভয়ই জানান যে, বিয়ে ভাঙছে, তবে তাদের সন্তান আজাদ রাও খানের (Aamir Khan son Azad Rao Khan) বাবা-মা হিসেবে দায়িত্ব নিচ্ছেন দু’জনেই। অর্থাৎ দুজনেই এক সঙ্গে আজাদকে দেখভাল করবেন। আমির খানের তিন সন্তান রয়েছে। এবং এই সন্তানদের বয়সের পার্থক্যও একে অপরের থেকে অনেকটা৷
advertisement

আরও পড়ুন Mimi Viral Video: চোখ বন্ধ করে আঁটি থেকে আম চুষে খাচ্ছেন মিমি চক্রবর্তী! বলছেন এটাই নিয়ম, ভিডিও ভাইরাল

প্রথম ও দ্বিতীয় স্ত্রীর থেকে আমির খানের তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে জুনাইদ খান ও ইরা খান প্রথম স্ত্রী রিনার সন্তান এবং আজাদ রাও খান দ্বিতীয় স্ত্রী কিরণরে সন্তান। আমির খানের বড় ছেলে জুনেইদ খানের বয়স ২৮বছর। ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন জুনেইদ। শীঘ্রই 'মহারাজা' ছবি দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে জুনেইদ খানের। এ জন্য তিনি গত মাসে শুটিংও শুরু করেছেন।

advertisement

আমির খানের মেয়ে ইরা খানের বয়স ২৪ বছর। ১৭ আগস্ট ১৯৯৭ এ জন্মগ্রহণ করেন তিনি। আমির ভক্তদের মধ্যে ইরা খান বেশ জনপ্রিয়, তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়ও। তিনি তার সৎ ভাই আজাদ রাও খানকে খুব ভালবাসেন এবং রাখিও বাঁধেন৷

আরও পড়ুন Jisshu Sengupta: ছোট পর্দার পর এবার সিনেমায় মহাপ্রভু হবেন যীশু সেনগুপ্ত?

advertisement

আমির খানের ছোট ছেলের নাম আজাদ রাও খান। আজাদ রাও খান জন্মেছে ৫ ডিসেম্বর ২০১১। তাঁর বয়স এখন ৯ বছর। আমিরের ৩ সন্তানের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ এবং প্রায়শই একসাথে শেয়ার করে। আমির খানের বড় ছেলে জুনেইদ খান এবং ছোট ছেলে আজাদ রাও খানের মধ্যে ১৯ বছরের পার্থক্য রয়েছে। জুনায়েদ ও ইরার মধ্যে চার বছরের ব্যবধান রয়েছে। ইরা খান এবং আজাদের মধ্যে ১৫ বছরের ব্যবধান রয়েছে। এই নিয়ে এখন আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan: ১৫ বছরে বিবাদ বিচ্ছেদ, সন্তানদের বয়সের পার্থক্য ১৯ বছর! আমিরের 'ইমেজ' নিয়ে টানাটানি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল