TRENDING:

ফের রোহিত শেট্টি-র মাস্টারস্ট্রোক, ৬ দিনেই ১৫০ কোটির ক্লাবে গোলমাল এগেইন !

Last Updated:

নানা সাক্ষাৎকারে পরিচালক রোহিত শেট্টি বার বার বলেছেন, সিনেমা তাঁর কাছে লার্জার দ্যান লাইফ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নানা সাক্ষাৎকারে পরিচালক রোহিত শেট্টি বার বার বলেছেন, সিনেমা তাঁর কাছে লার্জার দ্যান লাইফ ৷ আর সেকথা প্রত্যেক ছবিতেই নানাভাবে প্রমাণও করেছেন তিনি ৷ তাই তো রোহিত শেট্টির ছবি মানে নো ব্রেন, শুধুই বিনোদন ৷
advertisement

রোহিতের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘গোলমাল এগেইন’-এ তাই প্রমাণ করল ৷ আর সঙ্গে প্রমাণ হল এখনও রোহিতের বিনোদনই সেরা৷ তাই তো বক্স অফিসে মাত্র ৬ দিনেই ১৫০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়ল গোলমাল এগেইন !

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভারতে ১২৬ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে গোলমাল এগেইন। বিদেশে ব্যবসা করেছে ২৭ কোটি টাকার কিছু বেশি। গত ২০ অক্টোবর মুক্তি পেয়েছে সিনেমাটি। দিওয়ালি রিলিজ বলে প্রথমেই খানিকটা অ্যাডভান্টেজ পেয়েছিল অজয় দেবগন, তুষার কাপুর, আরশাদ ওয়ারসি, কুণাল খেমু, শ্রেয়াস তলপাড়ে অভিনীত এই সিনেমা। বাড়তি পাওনা হিসাবে রয়েছেন টাব্বু ও পরিণীতি চোপড়া।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের রোহিত শেট্টি-র মাস্টারস্ট্রোক, ৬ দিনেই ১৫০ কোটির ক্লাবে গোলমাল এগেইন !